ডিজিটাল যুগের সুবিধা
ডিজিটাল যুগের সুবিধা সবার জন্য নিশ্চিতের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের একটি মূল লক্ষ্য হলো- উদ্ভাবনী প্রযুক্তি, ব্রডব্যান্ড অবকাঠামো, ডিজিটাল সাক্ষরতা প্রশিক্ষণ দেওয়া। এটি ২০৩০ সালের মধ্যে সবার জন্য ডিজিটাল বিভাজন দূর করে নিরাপদ সংযোগ তৈরিতে সহায়তা করতে পারে।
শুক্রবার (১৭ মে) আন্তর্জাতিক টেলিযোগাযোগ তথ্য সংঘ দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এই আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে এক বাণীতে তিনি বলেন, 'আসুন এই আন্তর্জাতিক টেলিযোগাযোগ তথ্য সংঘ দিবসে ডিজিটাল যুগ থেকে সব দেশের মানুষ যাতে লাভবান হতে পারে তা নিশ্চিত করতে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করি আমরা।’
জাতিসংঘ মহাসচিব বলেন, তারা জীবনকে আরও ভালোভাবে পরিবর্তন করতে যোগাযোগ সরঞ্জামের শক্তি উদযাপন করেছেন।
এবারের প্রতিপাদ্য টেকসই উন্নয়ন ও এসডিজি অর্জনে ডিজিটাল উদ্ভাবনের মূল ভূমিকা তুলে ধরেছে বলে উল্লেখ করেন তিনি।
জাতিসংঘ মহাসচিব বলেন, ডিজিটাল প্রযুক্তি শিক্ষকদের তাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে এবং চিকিৎসকদের তাদের রোগীদের সঙ্গে যোগাযোগ করতে সহায়তা করতে পারে। এটি এখন মৌলিক হয়ে দাঁড়িয়েছে স্মার্ট পরিবহন ব্যবস্থা এবং টেকসই শহর গড়ে তোলার জন্য।
আরও পড়ুন: সবার উন্নত ভবিষ্যৎ গড়তে বিজ্ঞানে লিঙ্গ সমতা জরুরি: গুতেরেস
তিনি বলেন, এসব উদ্ভাবন শুধু ধনী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। উন্নয়নশীল অর্থনীতি ক্রমবর্ধমান বৈষম্য, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের ধাক্কাও বহন করে। ডিজিটাল প্রযুক্তি এই চ্যালেঞ্জগুলো কমাতে সহায়তা করতে পারলেও তারা প্রায়শই এটি ব্যবহারের ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়।
গুতেরেস বলেন, বৈশ্বিক সমর্থন ও সমন্বয়েরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ‘এটি আইটিইউ-এর এআই ফর গুড’ উদ্যোগেরও চেতনা, এআই সম্পর্কিত আমার উচ্চ পর্যায়ের উপদেষ্টা সংস্থার অন্তর্বর্তীকালীন সুপারিশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যা এআই প্রযুক্তি সকলের উপকার নিশ্চিত করতে সক্ষম করে তোলা দায়িত্বশীল শাসন কাঠামোতে বিনিয়োগের আহ্বান জানায়।’
এর আগে সেপ্টেম্বরে ‘সামিট অব দ্য ফিউচারে’ তিনি বলেন, মানবকল্যাণের জন্য শক্তি হিসেবে প্রযুক্তি সুরক্ষার লক্ষ্যে দেশগুলো একটি ‘গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট’র বিষয়ে একমত হবে।
গুতেরেস বলেন, 'এসডিজিকে সমৃদ্ধ করতে এবং কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল প্রশাসনকে এগিয়ে নিতে ডিজিটাল উদ্ভাবন ও প্রযুক্তি ব্যবহারের জন্য এটি একটি অনন্য সুযোগ হবে।’
আরও পড়ুন: গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা শান্তিপূর্ণ সমাজের ভিত্তি: গুতেরেস
৬ মাস আগে