নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জেলা পৌরসভার রেহাইচর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শুভ (২২) স্বরুপনগর এলাকার জিতেনের ছেলে। তিনি শাহ নেয়ামতুল্লাহ কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, দুপুরে শুভ কয়েকজন বন্ধুর সঙ্গে মহানন্দা নদীতে গোসলে নেমে হঠাৎ পানিতে ডুবে যান। পরে তার বন্ধু ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক শুভকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি আরও জানান, পরিবার থেকে অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিল জব্দ, যুবক গ্রেপ্তার
৭ মাস আগে