৮ বাংলাদেশি
অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে রৌমারী সীমান্তে ৮ বাংলাদেশি আটক
অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার মোল্লার চর সীমান্তের পিলার ১০৬১-৩ এস এর ফকিরপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আরও পড়ুন: বিএসএফের ধাওয়া খেয়ে লালমনিরহাট সীমান্তে রোহিঙ্গা যুবক আটক
আটক ৮ বাংলাদেশি হলেন, বাগেরহাট মোড়লগঞ্জের মধ্য বরিশাল গ্রামের চাঁন মিয়া (৫৬), সন্ন্যাসী গ্রামের জামাল মল্লিক (৬৮), হুগতপাতি গ্রামের জাকারিয়া শিকদার (১৮), পলিটিক্স গ্রামের রেজাউল শিকদার (২০), গাবতলা গ্রামের নুরুল ইসলাম (৪৩), শরনখোলার উত্তর তাফালবাড়ী গ্রামের রাসেল (৩২), রৌমারীর খাটিয়ামারী গ্রামের ফরহাদ (৩৫) ও জাকিরুল হক (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস আগে কাজের সন্ধানে দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে কাজের জন্য যান তারা।
মোল্লারচর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সিরাজুল ইসলাম বলেন, ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৮ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারি, তারা বাংলাদেশের বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া সীমান্তে টহল জোরদার করা হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৮ বাংলাদেশিকে আটক করে বিজিবি।
তিনি আরও বলেন, বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছে। বুধবার ৮ বাংলাদেশিকে কোর্টে পাঠানো হবে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও ভাসুর আটক
২ মাস আগে
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৮ বাংলাদেশি নারী
ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশি নারী বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।
সোমবার (২০ মে) রাতে বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফিরেছেন।
আরও পড়ুন: সাজাভোগ শেষে দেশে ফিরল এক শিশুসহ ২০ বাংলাদেশি নারী-পুরুষ
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।
দেশে ফেরত এসেছেন- মিনা বেগম, শিউলী বেগম, লিপি খাতুন, সুকজান বেগম, নাজমা খাতুন, ঝুমা খাতুন, মনি ও ফারহানা বেগম।
৮ বাংলাদেশি নারী খুলনা, নড়াইল, সাতক্ষীরা, মাদারীপুর, নরসিংদী ও নওগাঁ জেলার বাসিন্দা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা ৮ বাংলাদেশি নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার এবং রাইটস যশোর নামে দু’টি এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তর করবেন।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, সাজার মেয়াদ শেষে সোমবার রাতে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন। তাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: বরিশালে এক বছর সাজাভোগের পর মুক্তি পেল ৯টি ছাগল!
ভারতে অনুপ্রবেশের দায়ে সাজাভোগের পর দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
৭ মাস আগে