আনোয়ারুল আজিম
এমপি আনোয়ারুল চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন তা কখনোই বলিনি: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন এমন কথা তারা কখনো বলেননি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (১১ জুন) বিকালে ঢাকার রাজারবাগে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এমপি আনোয়ারুল চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন আমরা কখনো বলিনি।’
আরও পড়ুন: নিহত এমপি আনোয়ারুলের লাশের সন্ধান পাওয়া নিয়ে আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী
নিহত এমপির মেয়ে সন্দেহভাজন কারও নাম প্রকাশ করেছেন কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্ত্রী, আইজিপি বা তদন্ত কর্মকর্তার পক্ষে কোনো বক্তব্য দেওয়া সম্ভব নয়। তদন্ত শেষ হওয়ার পর আমরা এসব বিষয় নিয়ে কাজ করব।’
সম্প্রতি পুলিশের গুলিতে এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, পুলিশ কর্মীদের মানসিক চাপ কমাতে মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যবস্থা নিতে আইজিপি কাজ করছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: আনোয়ারুলের লাশ শনাক্ত হলে অনেক কিছুই জানা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
৬ মাস আগে
জাতীয় সংসদের শোক প্রস্তাব থেকে আনোয়ারুল আজিমের নাম বাদ
জাতীয় সংসদের বিবেচনায় এখনো বেঁচে আছেন ঝিনাইদহ-৪ আসন থেকে নির্বাচিত ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
সে কারণে জাতীয় সংসদের শোক প্রস্তাবে তার নাম নেই।
এর আগে গত ২২ মে সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানান, কলকাতার অদূরে নিউ টাউনের একটি ফ্ল্যাটে আনোয়ারুল আজিমকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
বুধবার (৫ জুন) শোক প্রস্তাবে তিনজন সাবেক সংসদ সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হয়। তারা হলেন- মনু মজুমদার, এম মঞ্জুর হোসেন ও অধ্যাপক হুমায়ুন কবির হিরু।
বুধবার ব্যবসাবিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠকে (বিএসি) আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম বিষয়টি উত্থাপন করলে এ নিয়ে আলোচনা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ঘটনাটি ব্যতিক্রমী। অতীতে এ ধরনের ঘটনা ঘটেনি। এজন্য সংসদ আরও অপেক্ষা করতে চায়।
সাধারণত মৃত্যু, পদত্যাগ বা অন্য কোনো কারণে সংসদের কোনো আসন শূন্য হলে সংসদ সচিবালয় থেকে গেজেট প্রকাশের মাধ্যমে (মৃত্যুর তারিখ থেকে) আসন শূন্য ঘোষণা করা হয়।
পরে গেজেটের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়। ওই শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।
সম্প্রতি স্পিকারও নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একই কথা জানান।
৬ মাস আগে
এমপি আনোয়ারুলের মৃত্যুরহস্য উদঘাটনে দুই দেশ একসঙ্গে কাজ করছে: পররাষ্ট্রমন্ত্রী
ভারতের কলকাতায় হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুরহস্য উদঘাটনে দুই দেশ একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুর রহস্য উদঘাটনে দুই দেশ একসঙ্গে কাজ করছে।
ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘আমাদের মিশন পুরো বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। যেহেতু তদন্তাধীন বিষয়, তাই এ নিয়ে বেশি কিছু বলা সমীচীন নয়।’
আরও পড়ুন: এমপি আনোয়ারুল হত্যাকাণ্ডের মূল হোতা গ্রেপ্তার, তদন্ত চলছে: পররাষ্ট্রমন্ত্রী
এর আগে বুধবার (২২ মে) কলকাতায় বাংলাদেশ মিশন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পররাষ্ট্রমন্ত্রী জানান, কলকাতার যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, কলকাতা পুলিশ সেই ফ্ল্যাটে ঢুকে লাশ পায়নি।
সে সময় তিনি আরও বলেন, ‘আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজখবর রাখছি এবং মিশন থেকেও কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন। তাই এর বেশি কিছু বলা সমীচীন নয়। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আরও যোগাযোগ রাখছে।’
আরও পড়ুন: এমপি আনোয়ারুল ভারতে অপকর্মে জড়িত কি না তদন্তে জানা যাবে: কাদের
৬ মাস আগে
এমপি আনোয়ারুলের লাশ এখনো উদ্ধার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ভারতের কলকাতায় হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ এখনো উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
তিনি বলেন, ‘আমরা এখনো লাশ উদ্ধার করতে পারিনি। যতক্ষণ পর্যন্ত আমরা সবকিছু উদ্ধার করতে না পারছি, ততক্ষণ আমরা আপনাদের কোনো তথ্য দিতে পারব না। আবারও বলছি যে উভয় দেশের গোয়েন্দা সংস্থা এ বিষয়ে কাজ করছে।’
তবে দুই দেশের গোয়েন্দা সংস্থাই হত্যাকাণ্ডের অপরাধীসহ প্রায় সবকিছু শনাক্ত করেছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: এমপি আনোয়ারুল ভারতে অপকর্মে জড়িত কি না তদন্তে জানা যাবে: কাদের
মন্ত্রী বলেন, ‘যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের শনাক্ত করার খুব কাছাকাছি আছি আমরা। শুধু ঘোষণা বাকি। দুই দেশের গোয়েন্দা সংস্থা একমত হলেই ঘোষণা দেওয়া হবে।’
তবে এখন পর্যন্ত নতুন করে কিছু পাননি বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘আমাদের পুলিশ, গোয়েন্দা, ভারতীয় পুলিশ ও গোয়েন্দারা কাজ করছে। আমরা নিশ্চিত যে তাকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে তাদের থেকে শুনেছি, তবে আমরা এখনো লাশ উদ্ধার করতে পারিনি।’
এ হত্যাকাণ্ডে ভারতীয় কেউ জড়িত কি না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতীয় জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিইনি। তদন্ত চলছে। কারা জড়িত তা কিন্তু আমরা এখনো বলিনি। আমরা বলেছি যে আমাদের একটি সাধারণ ধারণা আছে। সেই ধারণার ভিত্তিতেই আমরা কাজ করছি। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তা নিয়ে কাজ করছি।’
শাহিন নামে এক ব্যক্তিকে হত্যার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে দাবি করার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা শুনেছি যে সেদিন তিনি বাংলাদেশে আসেননি। ভারত হয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু এর কোনোটিই নিশ্চিত তথ্য নয়। আমরা তথ্য পেয়েছি এবং সে অনুযায়ী কাজ করছি।’
আরও পড়ুন: ভারতে এমপি আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
৬ মাস আগে
বাবার হত্যার বিচার চাইলেন এমপি আনোয়ারুলের মেয়ে
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর বিচার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন হয় সেই দাবি করেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
বুধবার গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।
ডরিন বলেন, ‘আমি তাদের ফাঁসি দেখতে চাই। আজ আমি এতিম হয়ে গেছি। আমি তো এখনো আমার পড়াশোনাও শেষ করতে পারিনি।’
খুনিদের চেনেন কি না এমন প্রশ্নের জবাবে ডরিন বলেন, ‘আমি কাউকে চিনি না, তবে আমি তাদের সম্পর্কে জানতে চাই। আমি ডিবি প্রধান হারুন-অর-রশীদকে অনুরোধ করেছি তাদের চিহ্নিত করে হত্যার মোটিভ উদঘাটন করতে।’
আরও পড়ুন: এমপি আনোয়ারুলের হত্যাকারীরা বাংলাদেশি: ডিবি প্রধান
বাবার সঙ্গে শেষ কথোপকথন সম্পর্কে জানতে চাইলে ডরিন বলেন, 'আমাদের ভিডিও কলে কথা হয়। সে সময় বাবা বলেছিলেন ভারত থেকে দেশে ফিরে আমার সঙ্গে কথা বলবেন।’
কাউকে সন্দেহ করছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি কাউকে সন্দেহ করি না। তবে আমি তাদের দেখতে চাই, আমার সন্দেহের বিষয়টি পরে জানাব।’
হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তার করে এ হত্যাকাণ্ডের সূত্র খুঁজে বের করতে ডিবি পুলিশকে অনুরোধ জানান তিনি।
ডরিন বলেন, ‘বাবা বলেছিলেন, ভারত থেকে আসার পর তোমার পরীক্ষার রেজাল্ট দেখে নেব। আমার বাবা ১৪ বছর ধরে মিথ্যা মামলায় ছিলেন। ছোটবেলায় তাকে পাইনি। বড় হয়ে বাবাকে পেলাম, এখন তাকে হারালাম।’
আরও পড়ুন: এমপি আনোয়ারুল হত্যাকাণ্ডের মূল হোতা গ্রেপ্তার, তদন্ত চলছে: পররাষ্ট্রমন্ত্রী
গত ১৪ মে কলকাতা থেকে নিখোঁজ সাংসদ আনারের লাশ বুধবার কলকাতা থেকেই উদ্ধার হয়। এর আগে গত ১১ মে চিকিৎসার জন্য সেখানে যান তিনি।
কলকাতার অদূরে নিউ টাউনের একটি ফ্ল্যাটে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ধানমন্ডির নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'এ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, তাতে এই হত্যাকাণ্ডের সঙ্গে আমাদের দেশের মানুষ জড়িত।’
আরও পড়ুন: ভারতে এমপি আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ মাস আগে