জাতীয় সংসদের বিবেচনায় এখনো বেঁচে আছেন ঝিনাইদহ-৪ আসন থেকে নির্বাচিত ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
সে কারণে জাতীয় সংসদের শোক প্রস্তাবে তার নাম নেই।
এর আগে গত ২২ মে সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানান, কলকাতার অদূরে নিউ টাউনের একটি ফ্ল্যাটে আনোয়ারুল আজিমকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
বুধবার (৫ জুন) শোক প্রস্তাবে তিনজন সাবেক সংসদ সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হয়। তারা হলেন- মনু মজুমদার, এম মঞ্জুর হোসেন ও অধ্যাপক হুমায়ুন কবির হিরু।
বুধবার ব্যবসাবিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠকে (বিএসি) আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম বিষয়টি উত্থাপন করলে এ নিয়ে আলোচনা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ঘটনাটি ব্যতিক্রমী। অতীতে এ ধরনের ঘটনা ঘটেনি। এজন্য সংসদ আরও অপেক্ষা করতে চায়।
সাধারণত মৃত্যু, পদত্যাগ বা অন্য কোনো কারণে সংসদের কোনো আসন শূন্য হলে সংসদ সচিবালয় থেকে গেজেট প্রকাশের মাধ্যমে (মৃত্যুর তারিখ থেকে) আসন শূন্য ঘোষণা করা হয়।
পরে গেজেটের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়। ওই শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।
সম্প্রতি স্পিকারও নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একই কথা জানান।