৮ দিনের রিমান্ড
৮ দিনের রিমান্ডে সাবেক সংসদ সদস্য শিউলি আজাদ
ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদের ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
হত্যা মামলায় সোমবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চম আদালতের বিচারক স্বাগত সাম্য রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর ও সচিব আমিনুল ৩ দিনের রিমান্ডে
ব্রাহ্মণবাড়িয়ার আদালত পরিদর্শক মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের হত্যা মামলায় পুলিশ তাকে আটক করে।
তিনি বলেন, আদালতে তাকে ৮ দিনের রিমান্ড দেন। তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে মোদি বিরোধী আন্দোলনে গুলিতে সরাইলের কাঁটা নিসার গ্রামের লিটন মিয়া নিহত হয়।
এই ঘটনায় ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর মাওলানা সুলতান উদ্দিন ৬৭ জনকে আসামি করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন: ৫ দিনের রিমান্ডে সাবের হোসেন চৌধুরী
১ মাস আগে
এমপি আনার হত্যা: গ্রেপ্তার ৩ আসামি ৮ দিনের রিমান্ডে
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ডিবির সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান জানান, আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করলে তাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি।
আরও পড়ুন: মহাসড়কে গাড়ি থামিয়ে চাঁদাবাজি, ২ দিনের রিমান্ডে পুলিশ সদস্য
গ্রেপ্তারদের মধ্যে আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তী রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি।
এমপি আনার চিকিৎসার জন্য গত ১১ মে কলকাতা যান এবং ১৪ মে থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কলকাতার অদূরে নিউ টাউনের একটি ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে।
এমপি আনারের মৃত্যুর ঘটনায় বুধবার বিকেলে একটি মামলা দায়ের করা হয়।
এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশের খণ্ড খণ্ডগুলো খুঁজে বের করতে কাজ করছে পশ্চিমবঙ্গের পুলিশ।
এছাড়া ভারতীয় গোয়েন্দা দলের তিন সদস্যের একটি দল হত্যাকাণ্ডের তদন্তে বৃহস্পতিবার ঢাকায় এসেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ডিবি প্রধানের কার্যালয়ে গিয়ে তদন্ত-সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন তারা।
আরও পড়ুন: মানবপাচার মামলায় মিল্টন ৪ দিনের রিমান্ডে
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
৫ মাস আগে