১৮ মাস
ভারতে ১৮ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
কাজের সন্ধানে ভারতে গিয়ে আটক হওয়ার পর দীর্ঘ ১৮ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।
শনিবার (২৫ মে) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা।
ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।
আরও পড়ুন: ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ১২ বাংলাদেশি
ফেরত আসা তিন বাংলাদেশি নারী হলেন- তামান্না আক্তার (২১), মাহমুদা আক্তার (২২) ও মৌসুমী দাস (২৪)। তারা দেশের ময়মনসিংহ, ঢাকা ও খুলনা জেলার বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, তারা পাসপোর্ট ভিসা ছাড়াই সীমান্ত পথে ভারতে গিয়ে হায়দ্রাবাদ শহরের বিভিন্ন বাসা বাড়িতে অবৈধভাবে কাজ করার সময় সে দেশের পুলিশের কাছে আটক হন। এরপর আদালতের মাধ্যমে তারা জেলখানায় যান। পরে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। তারা সেখানে ১৮ মাস জেলে থাকার পর ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে এদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, ফেরত আসাদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি এনজিও সংস্থা পরিবারের কাছে হস্তান্তর করার জন্য বেনাপোল পোর্ট থানা থেকে নিজ হেফাজতে নিয়েছেন।
আরও পড়ুন: কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় নাগরিক
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ২৫ বাংলাদেশি
৬ মাস আগে