কণ্ঠস্বর
জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে শান্তির পক্ষে অদম্য কণ্ঠস্বর ছিলেন বঙ্গবন্ধু: বক্তারা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সর্বদাই শান্তির পক্ষে অদম্য কণ্ঠস্বর ছিলেন বলে উল্লেখ করেছেন বক্তারা।
বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা বঙ্গবন্ধুর এমন ভূমিকার কথা তুলে ধরেন।
তারা বলেন, প্রকৃতপক্ষে তার বলিষ্ঠ নেতৃত্বের পাশাপাশি বিশ্ব শান্তির ধারণা এবং ন্যায়বিচার ও সাম্যের প্রতি অবিচল নিষ্ঠা তার জীবদ্দশায় যতটা প্রাসঙ্গিক ছিল, আজকের বিশ্বেও তেমনটাই রয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর বিআইআইএসএস মিলনায়তনে 'বঙ্গবন্ধু: এ চ্যাম্পিয়ন অব ওয়ার্ল্ড পিস' শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)।
বক্তারা বলেন, দেশে-বিদেশে শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু সবসময় উপনিবেশবাদ, বর্ণবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একজন স্পষ্টবাদী সমালোচক ছিলেন। একই সঙ্গে বিশ্ব শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে এগুলোকে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন তিনি।
বঙ্গবন্ধু আজীবন নিপীড়ন ও শোষণ থেকে মানুষকে মুক্ত করার জন্য সোচ্চার ছিলেন।
সেমিনারে বক্তারা আরও বলেন, তার আদর্শ ও নীতি বিশ্বের নিপীড়িত ও স্বাধীনতাকামী মানুষের জন্য সবসময় প্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আরও পড়ুন: বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন পাচ্ছেন ৫ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান
সেমিনারে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহরিয়ার আলম এবং বিশ্ব শান্তি পরিষদ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি মোজাফফর হোসেন পল্টু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল মো. আবু বকর সিদ্দিক খান।
সেমিনারে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এম আশিক রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিআইআইএসএ ‘র সিনিয়র রিসার্চ ফেলো ও স্বাধীনতাপদক প্রাপ্ত কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির এবং ফরেন সার্ভিস একাডেমি রেক্টর রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস।
বিআইআইএসএস’র চেয়ারম্যান রাষ্ট্রদূত এএফএম গাউসুল আজম সরকার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ও সমাপনী বক্তব্য দেন।
সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়, কূটনৈতিক মিশন, গণমাধ্যম, গবেষক, ব্যবসায়ী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, বিভিন্ন থিংকট্যাংক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সর্বদা: খাদ্যমন্ত্রী
৬ মাস আগে