নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
শনিবার শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
আইসিসি বিশ্বকাপে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।
শনিবার (১ জুন) নিউইয়র্কে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।
নবনির্মিত নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই প্রস্তুতি ম্যাচ হতে যাচ্ছে। এই মাঠে এর আগে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ গড়ায়নি। সপ্তাহখানেক আগেও নির্মাণাধীন ছিল এই ভেন্যু।
বিশ্বকাপের ম্যাচের জন্য ‘ড্রপ-ইন পিচ’ ব্যবহার করছে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এ ধরনের পিচগুলো অন্য জায়গায় তৈরি করে মাঠে এনে স্থাপন করা হয়।
আরও পড়ুন: টাইগাররা প্রস্তুত: টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে
বাংলাদেশের মাঠগুলোতে ড্রপ-ইন পিচের ব্যবহার নেই বললেই চলে, তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রায়ই ড্রপ-ইন পিচে খেলা হয়। এই পিচগুলো রক্ষণাবেক্ষণের সুবিধা বেশি, সহজে সরিয়ে নেওয়া যায় এবং অন্য কোনো মাঠে ব্যবহার করা যায়।
পুরোপুরি নতুন এক মাঠ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
নিউইয়র্কের স্টেডিয়াম নিয়ে আইসিসির এক ভিডিওতে উচ্ছ্বাস প্রকাশ করে বাংলাদেশের অধিনায়ক শান্ত বলেন, ‘এটা অবিশ্বাস্য। আমি মনে করি এটা আকর্ষণীয়।’
তিনি আরও বলেন, ‘আমি বলতে চাচ্ছি, আমরা সবাই ইন্টারনেটে দেখেছি যে কিছুই ছিল না (তিন মাস আগে)। এখন এটি একটি উপযুক্ত স্টেডিয়ামের মতো দেখাচ্ছে এবং দুর্দান্ত লাগছে। এটা খুব ভালো লাগছে এবং আমার কাছে আকর্ষণীয় লাগছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ভেন্যুটির নির্মাণকাজ দেখে শান্ত বেশ মুগ্ধ হয়েছিলেন।
একই ভেন্যু সম্পর্কে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘খুব সুন্দর লাগছে। বেশ খোলামেলা মাঠ। আমরা এখানে এসে প্রথম ম্যাচ খেলব। স্টেডিয়ামটির পরিবেশ উপভোগ করার জন্য অপেক্ষা করতে পারছি না।’
আরও পড়ুন: সীমিত প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছে টাইগাররা
মূল পর্বে নামার আগে এই ম্যাচে নিজেদের পারফরম্যান্স আরও ভালো করার দিকে নজর দেবে বাংলাদেশ। দলের মূল লক্ষ্য থাকবে ধুঁকতে থাকা টপ অর্ডারকে গুছিয়ে নেওয়া।
খারাপ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ।
আগামী ৭ জুন ডালাসে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এশিয়ার প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। আর আগামী ১০ জুন নিউইয়র্কে নিজেদের দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
আরও পড়ুন: ঝড়ে ক্ষতবিক্ষত টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের স্টেডিয়াম
৬ মাস আগে