১৪৫৮ বস্তা
সিলেটে ১৪৫৮ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৯
সিলেট নগরী থেকে ১ হাজার ৪৫৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা পুলিশ।
এসময় ৫টি ট্রাক জব্দসহ ৯ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২
শুক্রবার সন্ধার দিকে শাহপরাণ থানাধীন মুরাদপুর সুরমা গেইট এলাকায় অভিযান পরিচালনা করে এসব চিনি জব্দ করা হয়।
যার বাজার মূল্য প্রায় ৮৭ লাখ ৪৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটকরা হলেন, মো. ওবাইদুর রহমান, মো. শাওন আলী, মো. রফিকুল ইসলাম, মো. জুয়েল, মো. নরুল ইসলাম, মো. সাগর হোসেন, মো. সুজন আলী, মো. মামরোজ আলী ও মো. মারুফ আলী ।
পুলিশ সূত্রে জানা যায়, শ্রীরামপুর বাইপাস সড়কের একটি সেতুতে অভিযান পরিচালনা করে ১ হাজার ৪৫৮ বস্তা চিনি, চোরাই কাজে ব্যবহার করা ৫টি ট্রাক ও ৯ যুবকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়েরের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ১৫৩ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
শেরপুরে ১২৯২ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
৬ মাস আগে