১৩৪ সেনা ও বিজিপি সদস্য
ফিরলেন ৪৫ বাংলাদেশি, গেলেন ১৩৪ সেনা ও বিজিপি সদস্য
নাগরিকত্ব যাচাই সম্পন্ন হওয়ার পর দেশে ফিরেছেন মিয়ানমারের রাখাইন রাজ্যের কারাগারে বন্দি ৪৫ জন বাংলাদেশি।
একইসঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী (বিজিপি) ও অন্য বাহিনীর ১৩৪ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
আরও পড়ুন: অবশেষে ফিরলেন এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক, বন্দরে উষ্ণ অভ্যর্থনা
শনিবার (৮ জুন) সকালে মিয়ানমারের জাহাজ ইউএমএস শিন ডুইন ৪৫ বাংলাদেশিকে নিয়ে শনিবার সিট্যুয়ে বন্দর থেকে রওনা হয়ে কক্সবাজার বিআইডাব্লিউটিএ ঘাটে পৌঁছে এবং রবিবার (৯ জুন) মিয়ানমারের ১৩৪ সেনা ও অন্যান্যদের নিয়ে বাংলাদেশ ত্যাগ করে।
সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এই কার্যক্রম সম্পন্ন হলো।
মিয়ানমার অনুবিভাগের সমন্বয়ে ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস ও সিট্যুয়ের বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তারা সশরীরে সিট্যুয়েতে অবস্থান করে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়, সাক্ষাৎকার ও যাচাইকরণ প্রক্রিয়া ও ট্রাভেল পারমিট দিয়ে কার্যক্রম পরিচালনা করে।
আরও পড়ুন: ভারত থেকে ফিরলেন ২০ বাংলাদেশি
৬ মাস আগে