বিবাদ
‘মাদক নিয়ে বিবাদে’ বগুড়ায় বন্ধুর হাতে যুবক নিহত
বগুড়ার ফুলবাড়িতে বন্ধুর হতে বন্ধু খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত হৃদয় আকন্দ (২১) ওই এলাকার বাবু মিয়া আকন্দের ছেলে।
স্থানীয়রা জানান, আজ (মঙ্গলবার) সকালে হৃদয়সহ কয়েক বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে হৃদয়কে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহতাবস্থায় তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আরও পড়ুন: নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৩
বগুড়া ফুলবাড়ী ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার বলেন, ধারণা করছি, মাদক-সংক্রান্ত ঘটনার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
নিহত হৃদয় চুরি, ছিনতাই ও মাদকের সঙ্গে জড়িত ছিলেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
৭২ দিন আগে
ঢামেকে সাংবাদিকদের সঙ্গে যাতে কোনো বিবাদ না হয়: পরিচালককে স্বাস্থ্যমন্ত্রী
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেন সাংবাদিকদের সঙ্গে কোনো বিবাদ না হয়, সেই বিষয়ে পরিচালককে ডেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
রবিবার (৯ জুন) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।
আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যে কুষ্ঠ নির্মূলে সরকার অঙ্গীকারবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।
বিএসআরএফের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সংলাপে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।
কর্তপক্ষের অনুমতি ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা গণমাধ্যমে সাক্ষাৎকার বা বক্তব্য দিতে পারবেন না বলে নোটিশ জারি করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
পরিচালকের এই নোটিশের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমি আজকে সকালে পরিচালককে ফোন করেছিলাম, কেন এ রকম একটি ঘটনা হচ্ছে। আমার কাছে কিছু ভূল তথ্য আজ আসছে। পরিচালক আমাকে বললেন, ‘স্যার আপনার সঙ্গে আমি দেখা করব।’ তিনি কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিলেন।”
তিনি বলেন, 'আমি ওনাকে বলেছি, সাংবাদিকদের তাদের মতো কাজ করতে বলেন। এখানে যেন কোনোরকম বৈষম্য বা কোনোরকম বিবাদ না হয়। এটা আমি উনাকে স্পষ্ট করে বলে দিয়েছি।'
সামন্ত লাল সেন বলেন, 'নিজেকে সামলে নিয়ে কাজ করতে হয়। সেটা আমিও ওনাকে (ঢামেক পরিচালক) বলেছি, এখানে যেন সাংবাদিকদের সঙ্গে কোনো খারাপ আচরণ না করা হয়। এটা আমি সকালে উনাকে ডেকে বলে দিয়েছি।'
আরও পড়ুন: প্রধান লক্ষ্য প্রাথমিক স্বাস্থ্যসেবার উন্নয়ন: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকের বৈশ্বিক সুনাম ধরে রাখার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
৩০৫ দিন আগে