বগুড়ার ফুলবাড়িতে বন্ধুর হতে বন্ধু খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত হৃদয় আকন্দ (২১) ওই এলাকার বাবু মিয়া আকন্দের ছেলে।
স্থানীয়রা জানান, আজ (মঙ্গলবার) সকালে হৃদয়সহ কয়েক বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে হৃদয়কে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহতাবস্থায় তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আরও পড়ুন: নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৩
বগুড়া ফুলবাড়ী ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার বলেন, ধারণা করছি, মাদক-সংক্রান্ত ঘটনার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
নিহত হৃদয় চুরি, ছিনতাই ও মাদকের সঙ্গে জড়িত ছিলেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।