প্রোটিয়া অধিনায়ক
সৌম্যকে বাদ দিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচেও টস জিতেছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। তবে এদিন আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে আগের দুই ম্যাচে রান তাড়া করে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। স্লো এই উইকেটের আচরণও বেশ বুঝতে পেরেছে তারা। সে কথাই ঝরল মার্করামের কণ্ঠে।
‘শুরুতে ব্যাট করব। কারণ এটি পরিচিত উইকেট। যদি খুব বেশি পরিবর্তন না হয়ে থাকে, তাহলে আমরা (রানের) লক্ষ্য দিয়ে তা আটকে দিতেও পারব।’
আরও পড়ুন: প্রোটিয়াদের বিপক্ষে ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ
তিনি বলেন, ‘টুর্নামেন্টের প্রায় সব দলই শুরুতে ব্যাটিংয়ের দিকে ঝুঁকেছে। এ ধরনের উইকেটে বিশেষত শেষ ১০ ওভার গুরুত্বপূর্ণ। আর রান তাড়া করা নিঃসন্দেহে কঠিন হবে।’
ব্যাটারদের ফর্মহীনতার বিষয়টিও এসময় তুললেন তিনি। বলেন, ‘আমাদের অবশ্যই ফর্মে ফিরতে হবে। আমিও এই দলে পড়ি। মাথা ঠিকঠাকই আছে, সময়ের ব্যাপার মাত্র।’
নেদারল্যান্ডসের বিপক্ষে নামানো একাদশ নিয়েই দক্ষিণ আফ্রিকা মাঠে নামছে বলে জানান তিনি।
অপরদিকে, টস জিতলে শুরুতে বোলিংই করতেন বলে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমরা গুরুত্বপূর্ণ একটি জয় পেয়েছি। এই ম্যাচের আগেও ছেলেরা যথেষ্ট পরিশ্রম করেছে। আশা করছি, ভালো ফল আসবে।’
দ্বিতীয় ম্যাচে সৌম্য সরকারকে বিশ্রাম দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সৌম্যর পরিবর্তে আজ জাকের আলী খেলছে।’
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলী, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: রিজা হেনড্রিকস, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্টকিয়া, ওটনিয়েল বার্টম্যান।
আরও পড়ুন: বোলিংয়ে ফিরেছেন শরিফুল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘বিবেচনায়’
৫ মাস আগে