জয়নুল আবদিন ফারুক
সরকারের সহায়তায় দেশ ছেড়েছেন বেনজীর: ফারুক
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সরকারের সহায়তায় দেশ ছেড়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।
তিনি প্রশ্ন করেন, 'চোর ও দুর্নীতির রাজা বেনজীর সরকারি সহায়তা ছাড়া কীভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পার হলেন?’
বিএনপির এই নেতা আরও বলেন, বর্তমান সরকার যদি গণতান্ত্রিক হতো এবং বাংলাদেশের জনগণের নির্বাচিত হতো তাহলে বেনজীরকে বিমানবন্দরের ইমিগ্রেশন পার হতে সাহায্য করত না।
ফারুক বলেন, ‘এ কারণেই মানুষ বলতে শুরু করেছে এই সরকার চোরের রাজা, এই সরকার দুর্নীতির রাজা। এটা জনগণের সরকার নয়।’
বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে আজিজ আহমেদ ও বেনজীর আহমেদসহ ক্ষমতাসীন দলের নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে গণতন্ত্র ফোরাম।
মানববন্ধনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর নির্যাতনের জন্য সরকারের সমালোচনা করেন ফারুক।
তিনি বলেন, দলের অনেক নেতা-কর্মী জীবিকার তাগিদে রিকশা চালাতে বাধ্য হচ্ছেন। অনেক আবার রাজনৈতিক মামলার হাজিরা দিতে রবিবার থেকে বৃহস্পতিবার আদালতে ছুটতে হচ্ছে।
আরও পড়ুন: ৭ জানুয়ারির নির্বাচনের খেসারত আ. লীগকে দিতে হবে: ফারুক
এই বিএনপি নেতা আরও বলেন, ‘আমাদের সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হয়েছে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে আটকে রাখা হয়েছে এবং আমাদের প্রিয় নেত্রী তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। এই সরকারের এদেশের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।’
জনসমর্থন না থাকায় আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছে অভিযোগ করে ফারুক বলেন, ‘জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় তাদের পায়ের তলায় মাটি নেই।’
সরকারকে হুঁশিয়ার করে সংসদে সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ফারুক বলেন, কোনো কৌশলেই কাজ হবে না এবং শেষ পর্যন্ত দেশের জনগণই সরকারকে ক্ষমতাচ্যুত করবে।
সাবেক আইজিপি বেনজীর ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের মতো আরও অনেক দুর্নীতিবাজ ব্যক্তি রয়েছে যাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, 'জনগণ জানতে চায় আজিজ-বেনজীরের মতো দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না।’
আরও পড়ুন: বারবার একতরফা নির্বাচন করে নিজেদের অস্তিত্ব বিপন্ন করছে আওয়ামী লীগ: ফারুক
৬ মাস আগে