কারা
‘শিগগিরই নরসিংদী কারাগার সংস্কার করা হবে’
শিগগিরই নরসিংদী কারাগার সংস্কার করে বন্দিদের বসবাসযোগ্য করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
তিনি বলেন, ‘দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে কারাগারটি ব্যবহার যোগ্য করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শনিবার (২৭ জুলা) সকালে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে ঢাকা বিভাগীয় কমিশনার এসব কথা বলেন।
আরও পড়ুন: বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি রাতেই গ্রেপ্তার
ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, ‘কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের পর থেকে সরকারের মন্ত্রীসহ সংশ্লিষ্টরা পরিদর্শন করেছেন।’
তিনি আরও বলেন, ‘ক্ষতির পরিমাণ নির্ণয় করতে কারাগারটি পরিদর্শন করলাম। খুব তাড়াতাড়ি ক্ষয়ক্ষতি নিরুপণ করে কারাগারটি ব্যবহার যোগ্য করতে সরকারের কাছে সুপারিশের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এসময় ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের সঙ্গে ছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান, র্যাব-১১ এর সিও লেফটেন্যান্ট কর্নেল তানভীর বাশার, নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম ও পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এর আগে গত ১৯ জুলাই নরসিংদীর কয়েকটি সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের পাশপাশি জেলা কারাগারে থাকা ৮২৬ কারাবন্দিসহ ৮৫টি আগ্নেয়াস্ত্র ও গুলি লুট করে নেওয়া হয়।
আরও পড়ুন: খুলনা জেলা কারাগারের নিরাপত্তা জোরদার
বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদির পালানোর ঘটনায় ৩ কারারক্ষী বরখাস্ত
৪ মাস আগে
ধলেশ্বরী নদী থেকে কারা হিসাবরক্ষকের লাশ উদ্ধার
মানিকগঞ্জের জাগীর সেতুর নিচে ধলেশ্বরী নদী থেকে মো. শহিদুল ইসলাম নামের এক কারা হিসাবরক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ জুন) সকাল ৮টার দিকে ধলেশ্বরী সেতুর পশ্চিম পাশের ৪ নম্বর পিলারের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: পঞ্চগড়ে নিখোঁজের একদিন পর কলেজছাত্রীর লাশ উদ্ধার
নিহত শহিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার বাজন দারগাতী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
তিনি গাজীপুর কারাগারের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
আরও পড়ুন: জৈন্তাপুরের মাছের ঘের থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
৬ মাস আগে