ব্যাংক লেনদেন
নতুন সময়সূচিতে ব্যাংক লেনদেন, গ্রাহকদের উপস্থিতি কম
ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে পূর্ব ঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী বুধবার (১৯ জুন) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন চলে।
এদিন গ্রাহক-কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল কম। জরুরি প্রয়োজনে লেনদেনের জন্য ব্যাংকে এসেছেন কিছু গ্রাহক। এছাড়াও ব্যবসায়িক উদ্দেশ্যে এলসি খোলার সংখ্যাও খুব কম ছিল।
আরও পড়ুন: ঈদুল আজহার পর নতুন সময়সূচিতে চলবে অফিস
বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. শওকত আলী ইউএনবিকে বলেন, ব্যাংকে গ্রাহকের উপস্থিতি খুব কম হওয়ায় তারা কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও আনন্দ বিনিময়ে করেই সময় কাটিয়েছেন।
ঈদের ছুটির আগে সরকার ঘোষিত নতুন অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১৯ জুন) থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক লেনদেন ও অফিস কার্যক্রম শুরু হয়।
নতুন নিয়ম অনুযায়ী, ১৯ জুন থেকে ব্যাংকে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।
আরও পড়ুন: ঈদের ছুটির পর নতুন সময়সূচিতে খুলেছে অফিস
৫ মাস আগে