হিন্দি সিনেমা
জাওয়ান: বাদশাহ তার ‘মুকুট’ নিয়ে ফিরল
স্বাধীনতা পরবর্তী প্রথমবারের মতো একযোগে কোনো হিন্দি সিনেমা মুক্তি পেল বাংলাদেশে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এদেশের প্রেক্ষাগৃহের পর্দায় দেখা গেলো শাহরুখ খানের ‘জাওয়ান’।
বৃহস্পতিবার দুপুরে ‘জাওয়ান’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর দেশের মাল্টিপ্লেক্সগুলোতে একাধিক শো চলে দক্ষিণ ভারতীয় পরিচালক অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমার।
আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) দেশের সব সিঙ্গেল স্ক্রিনসহ ৪৮ হলে মোট ২৩৭টি শো চলবে সিনেমাটির। খবরটি নিশ্চিত করেছেন এর বাংলাদেশের পরিবেশক অনন্য মামুন।
‘জাওয়ান’ বাংলাদেশের মুক্তি নিয়ে শাহরুখ ভক্তদের উন্মাদনা ছিল ঘোষণার পর থেকেই। অনেকে দলবদ্ধ হয়ে সিনেমাটি দেখার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। যা এদেশে প্রথম। বলিউডের ‘খান’দের সিনেমা মুক্তির পর ভারতীয় ভক্তদের উন্মাদনার খবর পাওয়া যেত। আর এবার সেই উন্মাদনায় মাতছে বাংলাদেশের দর্শকও।
আরও পড়ুন: বাংলাদেশেও আজ মুক্তি পাচ্ছে 'জাওয়ান'
ভক্তদের একদল প্রেক্ষাগৃহ ভাড়া করে ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ দেখে ফেলেছেন শাহরুখ ভক্তরা।
এই বছরই শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তি পায়। সিনেমাটির আয় ভারতীয় সিনেমায় ইতিহাস গড়েছে। কিন্তু দর্শকের মন ছুঁতে পারেনি। তাই বলিউড বাদশাহ’র সিনেমা নিয়ে এক ধরনের হতাশা তৈরি হয় ভক্তদের মাঝে। তবে ‘জাওয়ান’ নিয়ে আশাবাদের কমতি ছিল না। আর এর কারণ দক্ষিণী পরিচালক।
ভারতের দক্ষিণের পরিচালকদের সুনাম এখন বিশ্বজুড়ে। পর্দায় গল্পের উপস্থাপনে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন তারা। তাইতো অ্যাটলি কুমারের সিনেমায় যখন বলিউড বাদশাহ কাস্ট হলেন তখন থেকে শাহরুখের ‘বাদশাহ’ হয়ে ফিরে আশার বন্দনায় মেতেছেন ভক্তরা।
আরও পড়ুন: বিশ্বব্যাপী মুক্তির দিন বাংলাদেশে 'জাওয়ান’
৩০০ কোটি বাজেটের ‘জাওয়ান’ সিনেমায় আরও এক চমক হিসেবে যোগ হয়েছে দক্ষিণের সুপারস্টার বিজয় সেতুপতি। সবমিলিয়ে যেই আশা তৈরি হয়েছিল তাকেও যেন ছাড়িয়ে গেল এই সিনেমা।
মুক্তির প্রথম দিন থেকেই সবার মুখে ‘জাওয়ান’ এর প্রশংসা। ভক্তদের আশা পুরণ হলো। দীর্ঘদিন পর বাদশাহ তার ‘মুকুট’ নিয়ে ফিরল।
‘জাওয়ান’ এ শাহরুখকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। তিনি বাবা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন। তার অভিনীত দুই চরিত্রের নাম বিক্রম রাঠোর ও আজাদ রাঠোর।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নয়নতারা, প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার প্রমুখ। এছাড়া দীপিকা পাড়ুকোনকে অতিথি চরিত্রে দেখা গেছে।
আরও পড়ুন: বিশ্বব্যাপী মুক্তির ৯৯ দিন পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’
১ বছর আগে
অসুস্থ অভিনেতার পাশে সালমান
চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাওয়া অসুস্থ অভিনেতা ফারাজ খানের পরিবারের সহায়তায় এগিয়ে এসেছেন বলিউড তারকা সালমান খান।
৪ বছর আগে
বলিউড: এক নজরে ২০১৯ সালের ব্যবসাসফল ছবি
হিন্দি সিনেমায় ২০১৯ সালটি বেশ ভালোই কেটেছে। যে সব পরিচালকেরা অন্য রকম কাজ করেছেন, তাদের ছবি অত্যন্ত ভালো সাড়া পেয়েছে দর্শকের কাছে। ভিন্ন ধরনের ছবিগুলো দর্শক হলে গিয়ে দেখেছেন। তাই বক্স অফিস কালেকশনও ভালো হয়েছে।
৪ বছর আগে
জানুয়ারিতে বলিউড মাতাবে যে ৫ ছবি, দেখুন ট্রেইলারসহ
নতুন বছরের প্রথম মাসেই বলিউড মাতাতে আসছে একগুচ্ছ তারকাখচিত ছবি।
৪ বছর আগে
বলিউড ২০১৯: সম্পর্ক ভাঙা-গড়ার এক বছর
নানা ঘটনা-দুর্ঘটনার মধ্য দিয়ে শেষ হতে চলেছে ২০১৯ সাল। সম্পর্কের ক্ষেত্রে বলিউড জগতেও এটি ছিল ঘটনাবহুল একটি বছর। এবছর অনেক বলিউড তারকা যেমন নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছেন, তেমনি ভেঙেছেও অনেকের।
৪ বছর আগে
‘মিশন মঙ্গল’ দু সপ্তাহেই আয় করল ১৫০ কোটি রুপি
ঢাকা, ২৫ আগস্ট (ইউএনবি)- মুক্তি পাওয়ার দুই সপ্তাহ না পোরোতেই ১৪৯.৩১ কোটি রুপি আয় করে নিয়েছে অক্ষয় কুমার অভিনীতি মিশন মঙ্গল চলচ্চিত্র।
৫ বছর আগে