গরু-ছাগল
গাংনীতে আগুনে পুড়ে ছাই হলো গরু-ছাগল
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী সহড়াতলা গ্রামে কৃষকের গোয়াল ঘরে আগুনে তিনটি ছাগল ও একটি গরু পুড়ে মারা গেছে। পরিবার ও প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে নেওয়ার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।
শুক্রবার (২১ জুন) ভোর ৪টার দিকে গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের সহড়াতলা মাদরাসা পাড়ার দিন মজুর কৃষক আব্দুল মজিদ কারিগরের গোয়াল ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আব্দুল মজিদ কারিগর একই এলাকার কৃষক আব্দুল গফুর কারিগরের ছেলে।
আরও পড়ুন: সিলেটে আগুনে পুড়ে গেছে ৯ দোকান ও ৪ অটোরিকশা
কৃষক আব্দুল মজিদ জানান, ভোরে হঠাৎ করে ছাগল ও গরুর ডাক শুনে ঘুম ভেঙে যায়। গোয়াল ঘরে গিয়ে দেখি আগুন জ্বলছে। অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। কিন্তু গোয়ালে থাকা তিনটি ছাগল ও একটি গরু বাঁচাতে পারিনি। সব পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি বলেন, আগুনে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। গরু ছাগলকে মশার হাত থেকে রক্ষা করতে গোয়াল ঘরে কয়েল জ্বালানো ছিল। কয়েল থেকে আগুন ধরেছে বলে সন্দেহ করা হচ্ছে।
কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আলম হুসাইন ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে গার্মেন্টসের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
৬ মাস আগে