২৩৮৯২ ইয়াবা
সোনারগাঁওয়ে ২৩৮৯২ ইয়াবা জব্দ, যুবক গ্রেপ্তার
মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে মনির হোসেন নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
এ সময় মনির হোসেনের কাছ থেকে ২৩ হাজার ৮৯২ ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে দাবি র্যাবের।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ইয়াবা জব্দ, গ্রেপ্তার ২
শুক্রবার (২১ জুন) রাতে আষাড়িয়ার চর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শনিবার (২২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।
মনির হোসেন রূপগঞ্জের চনপাড়া ৪ নম্বর ওয়ার্ডের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পেশাদার মাদকবিক্রেতা বলে জানান। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
আরও পড়ুন: যশোরে ১৯৮০০ ইয়াবা জব্দ, আপন দুই বোন গ্রেপ্তার
শেরপুরে ইয়াবা জব্দ, ইউপি সদস্য গ্রেপ্তার
৬ মাস আগে