আটঘরিয়া
পাবনায় ট্রাক্টরচাপায় শিক্ষার্থীর মৃত্যু
পাবনার আটঘরিয়ায় ট্রাক্টরের ফলার চাপায় মোস্তফা কামাল (১৬) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর গ্রামের ঢেপার বিল নামক স্থানে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সিলেটে চিনিভর্তি ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহত মোস্তফা কামাল চাটমোহর উপজেলার ডিবি গ্রাম ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের সাইদুল ইসলামের ছেলে এবং ডিবিগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, হাফিজুর রহমান ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় ট্রাক্টরে বসে থাকা মোস্তফা পড়ে গিয়ে ট্রাক্টরের ফলার চাপায় ঘটনাস্থলেই মারা যায়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মোস্তফা ট্রাক্টরের হেল্পার ছিলেন। ট্রাক্টর থেকে পড়ে গিয়ে এ ঘটনা ঘটে। এটি একটি দুর্ঘটনা।
আরও পড়ুন: বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত
সুনামগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত
৫ মাস আগে