তেলবাহী ট্রলার
বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে আগুন: ১ জনের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে আগুনের ঘটনায় ১ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখনো নিখোঁজ রয়েছেন আরও দুইজন।
বুধবার (২৬ জুন) দুপুর দেড়টায় মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এ অগ্নিকাণ্ড হয়। দুপুরে সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: তিস্তায় নৌকাডুবি: নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
এর আগে দুপুর ২টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণের পর ট্রলার থেকে পুড়ে যাওয়াএক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। আহত আরেক শ্রমিককে ঢাকায় হাসপাতালে নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা একজনের লাশ উদ্ধার করেছি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থান থেকে শিশুসহ ২ জনের লাশ উদ্ধার
দিনাজপুরে নদীর তীর থেকে যুবকের লাশ উদ্ধার
৫ মাস আগে