২৬৮৮০ ক্যান বিয়ার
পটুয়াখালীতে ২৬৮৮০ ক্যান বিয়ার জব্দ, ৩ যুবক গ্রেপ্তার
মাদক বহনের অভিযোগে পটুয়াখালী থেকে ৩ যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ২৬ হাজার ৮৮০ ক্যান বিয়ারসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
পটুয়াখালী সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়ক থেকে শনিবার দিবাগত রাত ৪টার দিকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: সিলেটে ৭ কার্টন ভারতীয় আতশবাজি জব্দ
গ্রেপ্তাররা হলেন- কলাপাড়া উপজেলার ধানখালি ইউনিয়নের মো. রফিকুল ইসলামের ছেলে বশিরুল ইসলাম (২৮), একই উপজেলার নাচনাপাড়া এলাকার রফিক হাওলাদারের ছেলে মেহেদী হাসান রাব্বী (২৩) ও কাভার্ড ভ্যানচালক বরিশালের কাউয়ানিয়া থানার মো. হারুন মুন্সির ছেলে মো. রুবেল মুন্সি (৩৩)।
পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়কে অভিযান চালায়। একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ২৬ হাজার ৮৮০ ক্যান বিয়ার জব্দ করা হয়। এসময় কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় ৩ জনের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সালের ৩৬(১) এর ২৪(গ)(৪১) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫০ লাখ বিদেশি সিগারেট জব্দ
মেহেরপুরে পৃথক অভিযানে সোয়া ৭ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ২
৫ মাস আগে