রেলওয়ের নিয়োগ পরীক্ষা
প্রশ্নফাঁসের প্রমাণ পেলেই রেলওয়ের নিয়োগ পরীক্ষা বাতিল: পিএসসি চেয়ারম্যান
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেছেন, ‘রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদে শুক্রবার (৫ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ উঠেছে, তদন্তে এর প্রমাণ পেলেই নিয়োগ পরীক্ষা বাতিল করা হবে।’
পিএসসি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার (৯ জুলাই) একথা বলেন সংস্থাটির চেয়ারম্যান।
এসময় প্রশ্নপত্র প্রণয়ন থেকে কেন্দ্রে পৌঁছানোর প্রক্রিয়াও তুলে ধরেন তিনি।
আরও পড়ুন: প্রশ্নফাঁস: পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালকসহ ১৭ জন গ্রেপ্তার
পিএসসি চেয়ারম্যান বলেন, ‘১২ বছর ধরে প্রশ্নফাঁস হয়েছে, সেই অভিযোগ এখন প্রমাণ করা সম্ভব নয়। তবে গত ৫ জুলাইয়ের পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে আমরা পরীক্ষা বাতিল করব। এটা নিয়ে কোনো সন্দেহ-সংশয় নেই।’
এক যুগ ধরে প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে; আগের পরীক্ষাগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা কমিশন সভায় সিদ্ধান্ত হবে। এককভাবে আমি এটা নিয়ে বলতে পারি না।’
‘দেখুন, ১২ বছর মানে তিনজন চেয়ারম্যানের মেয়াদকাল। সে সময়ের পরীক্ষায় কী হয়েছে, তা নিয়ে কমিশন সভায় সিদ্ধান্ত নিতে পারে। তাছাড়া আগের পরীক্ষাগুলো বাতিল করাটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে কি না, তাতেও আইন-কানুনের বিষয় রয়েছে। হুট করে এটা নিয়ে বলা কঠিন।’
আরও পড়ুন: কোটা নিয়ে সব পক্ষের বক্তব্য শুনে ন্যায়বিচার করবেন আদালত: আইনমন্ত্রী
চাকরিতে কোটা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ২ শিক্ষার্থীর আবেদন
৫ মাস আগে