৯ জন টেঁটাবিদ্ধ
সিরাজদিখানে ২ দলের সংঘর্ষে ৯ জন টেঁটাবিদ্ধসহ ২০ জন আহত
মুন্সীগঞ্জে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে ৯ জন টেঁটাবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন।
সিরাজদিখান পূর্ব চান্দেরচরে বুধবার (১০ জুলাই) ঘটনাটি ঘটে।
এই ঘটনায় পুলিশ ৯ জনকে আটক করেছে। এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ ১, আটক ৩
পুলিশ জানায়, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে পূর্ব চান্দেরচর গ্রামে দুই দলের সংঘর্ষ হয়েছে। এতে উভয় দলের ৯ জন টেঁটাবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গিয়ে ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
এ ঘটনায় তথ্য সংগ্রহের সময় স্থানীয় সাংবাদিক সালাউদ্দিন সালমানকে ডেকে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে ওসির বিরুদ্ধে। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে।’
এর আগে একই কারণে গত ২১ জুন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়।
আরও পড়ুন: মাগুরায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, আটক ৪
জমি নিয়ে বিরোধ: মুন্সীগঞ্জে টেঁটাবিদ্ধ যুবক নিহত, আহত ১১
৫ মাস আগে