মনিরামপুর
যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, আহত বাবা-মা
যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় হোসনা ইন (ইফফা) নামে ১৩ বছরের এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার মা ও বাবা।
বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার বিজয়রামপুর খৈয়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, কেশবপুর থেকে প্রাইভেটকারে যশোর শহরে আসার পথে একটি অজ্ঞাতপরিচয় কভার্ডভ্যান পেছন দিক থেকে ধাক্কা দিলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এতে গাড়িতে থাকা নড়াইলের সদর উপজেলার ভওয়াখালীর ইফফা, তার বাবা গিয়াস আহমেদ সোহেল ও মা স্বপনীল ইসলাম গুরুতর আহত হন।
পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১১টা ১৫ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা শেষে রাত ১১টা ৫৫ মিনিটে ইফফাকে মৃত ঘোষণা করেন। আহত মায়ের চিকিৎসা চলছে। পিতা স্বপনীল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানটি আটকে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনায় থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১২৫ দিন আগে
যশোরে বিএনপি নেতার ওপর বোমা হামলা
যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ভূঁইয়ার উপর বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। তবে বোমা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে যান তিনি।
রবিবার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে রোহিতা বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মমিন রাত ১০টার দিকে রোহিতা ভান্ডারী মোড়ে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান (ভাই ভাই সমিল) বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় রোহিতা বাজার পার হয়ে গ্রাম্য ডাক্তার বিল্লাল হোসেনের বাড়ির সামনে পৌঁছালে ওঁৎ পেতে থাকা ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর দুটি বোমা নিক্ষেপ করে। তবে বোমা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে যান তিনি।
বিএনপি নেতা আব্দুল মমিন ভূঁইয়া বলেন, ‘আমি দোকান থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। হঠাৎ ৭ থেকে ৮ জন আমাকে লক্ষ্য করে দুইটি বোমা মারে। আমি দ্রুত মোটরসাইকেল ফেলে দৌঁড়ে পালানোর চেষ্টা করি। একটি বোমা আমার মোটরসাইকেলের কাছে বিস্ফোরিত হয়। আমি মাটিতে পড়ে গেলে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাকে তাড়া করে।’
আরও পড়ুন: খুলনায় ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ
‘পরে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীদের মধ্যে তিনজনকে আমি চিনতে পেরেছি। বাকিদের মুখে কাপড় বাঁধা থাকায় শনাক্ত করতে পারিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।’
খেঁদাপাড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত বোমার অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’
তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
২৫৫ দিন আগে
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় সেনা সদস্য নিহত
যশোরের মনিরামপুরে ঈদের দিন ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিবুল ইসলাম রাব্বি নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর-চুকনগর মহাসড়কের বেগারীতলায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু
নিহত রাকিবুল মনিরামপুর উপজেলার বাজুয়াডাঙা গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, ঈদের দিন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে ঘুরতে বের হলে যশোর-চুকনগর মহাসড়কের বেগারীতলায় যাত্রীবাহী একটি বাস সামনে থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে গুরুতর আহত হন রাকিবুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, মনিরামপুরের বেগারীতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিবুল নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।
তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে। ঘাতক বাস ও বাস চালকে আটকে পুলিশি অভিযান অব্যাহত আছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ঈদের দিনে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬২২ দিন আগে
মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় ২ ভাইয়ের মৃত্যু
যশোরের মনিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিপুর বটতলা এলাকায় মনিরামপুর-রাজগঞ্জ সড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মাছনা গ্রামের নাহিদ হোসেন (২২) ও মোহনপুর গ্রামের শিহাব হোসেন (১৮)। সম্পর্কে তার খালাতো ভাই।
খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ দুটি উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
আরও পড়ুন: বরগুনায় সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত
মনিরামপুরের ফায়ার সার্ভিসের কর্মী রাতুল মোল্লা বলেন, ‘বুধবার রাতে দুই যুবক একটি মোটরসাইকেলে চড়ে রাজগঞ্জের দিক থেকে মনিরামপুরে যাচ্ছিলেন। পথে কাশিপুর বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে আঘাত লাগে। এতে তারা ছিটকে সড়কের পাশের খেজুর গাছের সঙ্গে ধাক্কা খায় এবং ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই র্যাবসহ নিহত ৩
১১০৬ দিন আগে
যশোরে কলাবাগান থেকে নারীর লাশ উদ্ধার
যশোরের মনিরামপুর উপজেলায় ৩২ বছরের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়নগর ইটভাটার পাশের একটি কলাবাগান থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
র্যাব- ৬ যশোর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান জানান, নিহত নারীর নাম হীরা বেগম এবং তিনি মনিরামপুরেরই বাসিন্দা। তদন্তের স্বার্থে তার বিস্তারিত পরিচয় জানায় এই কর্মকর্তা।
আরও পড়ুন: নৌকাবাইচ দেখতে গিয়ে নিখোঁজ: চাচা-ভাতিজাসহ ৩ জনের লাশ উদ্ধার
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ই আলম সিদ্দিকী জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন জয়নগর ইটভাটার পাশে কলাবাগানে এক নারীর লাশ পড়ে আছে। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে সন্ধ্যার পরপরই ওই নারীকে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয়রা কেউ তাকে চিনতে পারেনি।
আরও পড়ুন: গড়াই নদীতে নৌকাডুবি, নিখোঁজ ১
ওসি জানান, ঘটনাস্থলে পুলিশের সঙ্গে র্যাব ও পিবিআই সদস্যরা ছায়া তদন্ত করছে।
১১৭৬ দিন আগে
গবাদিপশুর সাথে মানুষের বসবাস
বৃষ্টি ও উজানের ঢলে বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় জলাবদ্ধতায় যশোরের মনিরামপুর উপজেলার ভবদহ বিলপাড়ের হাজারো মানুষ রাস্তার উপর ঠাঁই নিয়েছে। এসব মানুষদের রাস্তার উপর টংঘর বানিয়ে গবাদি পশুর সাথে বসবাস করতে হচ্ছে।
এদিকে, টিউবওয়েল পানিতে তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকটের সাথে গো খাদ্যেরও সংকট দেখা দিয়েছে। পাশাপাশি প্রাকৃতিক কাজ সারতেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে করে চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে ভুক্তভোগী। এককথায় জলাবদ্ধতায় কারণে ভবদহ বিলপাড়ের ৮০ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।
আরও পড়ুন: প্রবল বর্ষণে ঝিনাইদহে জলাবদ্ধতা, তলিয়ে গেছে ২০ চাতাল
মনিরামপুর উপজেলার সুজাতপুর, বাজেকুলটিয়া, হাটগাছাসহ একাধিক গ্রামে সরেজমিনে দেখা গেছে, ওই সব এলাকার অধিকাংশ বাড়ি পানিতে তলিয়ে গেছে। পানিতে নিমজ্জিত ঘরবাড়ি হারা এসব ভুক্তভোগী মানুষ মনিরামপুর ও নওয়াপাড়া সড়কের হাটগাছা এলাকার সড়কের উপর টংঘর বানিয়ে আশ্রয় নিয়েছেন। সচ্ছ পরিবারগুলো যাতায়াতের জন্য বাড়ির উঠানে বাঁশের সাঁকো বানিয়ে নিলোও অসচ্ছল পরিবারগুলো রাস্তার উপর টংঘর বানিয়ে গৃহপালিত পশুর সাথে দিন পার করছে। একপাশে থাকছে গরু-ছাগল আরেকপাশে চৌকি বানিয়ে রাতযাপন করছেন তারা। সেখানেই চলছে খাওয়া দাওয়া।
আরও পড়ুন: রানীনগরে জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে যাচ্ছে কয়েক গ্রামের মানুষ
১৫৩৮ দিন আগে
বিগ বসের দাম ২৫ লাখ!
‘বিগ বস’ ষাড়ের দাম ২৫ লাখ টাকা। কথাটি শুনে অনেকেই অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। যশোরের মনিরামপুরে এবার কোরবানির ঈদকে সামনে রেখে ইসহাক আলী তার আদরের ষাড় বিগ বসের এই দাম হেঁকেছেন।
জেলার মনিরামপুর উপজেলার দেলুয়াবাটি গ্রামের ইসহাক নিজ সন্তানের মতো পরম আদর-যত্নে বড় করে তুলেছেন অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই ষাড়কে। বিশাল আকৃতি নিয়ে জন্মানোয় আদর করে এর নাম দিয়েছেন বিগ বস।
আরও পড়ুন: সুন্দরবনে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ৫২ ডিম দিয়েছে কুমির জুলিয়েট
জানা যায়, বিগ বসের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি এবং লম্বা সাড়ে ৮ ফুট। এটির ওজন ৩১ মণ বা ১ হাজার ২৪০ কেজি হবে বলে ইসহাক দাবি করেন।
প্রতিদিন বিগ বসের খাদ্য তালিকায় ৪ কেজি ভুসি, ৪ কেজি খুদে ভাত, প্রায় ১ মণ সবুজ ঘাস এবং ১২ মুঠো বিচালি(খড়) থাকে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বন্যপ্রাণী রক্ষায় লিওনার্দো ডিক্যাপ্রিওর ৩ মিলিয়ন ডলার
ইসহাক বলেন, তীব্র গরমের সময় রাতে উঠে বিগ বসকে কখনো ২ বার এবং দিনে আরও ২ বার করে গোসল করানো হয়। গোয়াল ঘর থেকে একজন ষাড়টিকে বের করতে পারে না বলে প্রায়ই সময় সেখানেই ওর নাওয়া-খাওয়াসহ গোসল সবই হয়। কয়েক বছরের মধ্যে গতকাল শনিবারই গোয়াল ঘর থেকে বিগ বসকে বাইরে আনা হয়।
খবর পেয়ে ইসহাকের প্রতিবেশীরা বিগ বসকে দেখতে তার বাড়িতে ভিড় জমায়।
এ সময় উপস্থিত প্রতিবেশীরা অনেকেই বলেন অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের বিগ বস নামের এই ষাড়টি হাতির চেয়েও বড়।
আরও পড়ুন: ইনকিউবেটরে জন্ম নিল ২৮ অজগরের বাচ্চা
ইসহাকের স্ত্রী সালমা বেগম বলেন, বছর পাঁচেক আগে প্রতিবেশীর কাছ থেকে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের একটি গাভী কেনা হয়। এরপর ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি গাভীটি একটি এঁড়ে বাছুর প্রসব করে। বাছুরটির আকৃতি বড় হওয়ায় ওই সময় এর নাম রাখা হয় বিগ বস। শুরু থেকেই স্বামী ইসহাকের সাথে তিনিও বিগ বসের লালন-পালনে সহযোগিতা করেন। আসন্ন কোরবানি ঈদে এটি বিক্রি করার ইচ্ছা পোষণ করছেন তারা।
তিনি ইউএনবিকে আরও বলেন, ষাড়টির দাম চাচ্ছি ২৫ লাখ টাকা। তবে ক্রেতা দামাদামি করে নিতে পরবেন। গাভির ডাকা (বাচ্চা নেয়া) থেকে এ পর্যন্ত ওষুধ, চিকিৎসা সব কিছু দেখভাল করেন স্থানীয় পল্লী পশু চিকিৎসক ডা. আল-মাহমুদ।
উপজেলা প্রাণিসম্পদ অফিসের কেউ এখন পর্যন্ত ষাড়টির ব্যাপারে কোন খোঁজ নেয়নি বলেও জানান এই দম্পতি।
পল্লী চিকিৎসক ডা. আল মাহমুদ বলেন, জন্মানোর পর থেকে এটি বড় আকৃতির হওয়ায় তাদেরকে ষাড়টি লালন-পলন করার জন্য উৎসাহসহ সব ধরনের পরামর্শ দিয়ে আসছি।
১৬৪২ দিন আগে
যশোরে ২ যুবককে গলা কেটে হত্যা
জেলার মনিরামপুরে দুই যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
১৮৯৬ দিন আগে
মনিরামপুরে ২ ঝুলন্ত লাশ উদ্ধার
যশোরের মনিরামপুর থেকে দুটি ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার লাশ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
২০৯৫ দিন আগে
যশোরে পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই বোনের
মনিরামপুরের জামতলায় রবিবার পিকআপের ধাক্কায় দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২১৪৫ দিন আগে