‘বিগ বস’ ষাড়ের দাম ২৫ লাখ টাকা। কথাটি শুনে অনেকেই অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। যশোরের মনিরামপুরে এবার কোরবানির ঈদকে সামনে রেখে ইসহাক আলী তার আদরের ষাড় বিগ বসের এই দাম হেঁকেছেন।
জেলার মনিরামপুর উপজেলার দেলুয়াবাটি গ্রামের ইসহাক নিজ সন্তানের মতো পরম আদর-যত্নে বড় করে তুলেছেন অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই ষাড়কে। বিশাল আকৃতি নিয়ে জন্মানোয় আদর করে এর নাম দিয়েছেন বিগ বস।
আরও পড়ুন: সুন্দরবনে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ৫২ ডিম দিয়েছে কুমির জুলিয়েট
জানা যায়, বিগ বসের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি এবং লম্বা সাড়ে ৮ ফুট। এটির ওজন ৩১ মণ বা ১ হাজার ২৪০ কেজি হবে বলে ইসহাক দাবি করেন।
প্রতিদিন বিগ বসের খাদ্য তালিকায় ৪ কেজি ভুসি, ৪ কেজি খুদে ভাত, প্রায় ১ মণ সবুজ ঘাস এবং ১২ মুঠো বিচালি(খড়) থাকে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বন্যপ্রাণী রক্ষায় লিওনার্দো ডিক্যাপ্রিওর ৩ মিলিয়ন ডলার
ইসহাক বলেন, তীব্র গরমের সময় রাতে উঠে বিগ বসকে কখনো ২ বার এবং দিনে আরও ২ বার করে গোসল করানো হয়। গোয়াল ঘর থেকে একজন ষাড়টিকে বের করতে পারে না বলে প্রায়ই সময় সেখানেই ওর নাওয়া-খাওয়াসহ গোসল সবই হয়। কয়েক বছরের মধ্যে গতকাল শনিবারই গোয়াল ঘর থেকে বিগ বসকে বাইরে আনা হয়।
খবর পেয়ে ইসহাকের প্রতিবেশীরা বিগ বসকে দেখতে তার বাড়িতে ভিড় জমায়।
এ সময় উপস্থিত প্রতিবেশীরা অনেকেই বলেন অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের বিগ বস নামের এই ষাড়টি হাতির চেয়েও বড়।
আরও পড়ুন: ইনকিউবেটরে জন্ম নিল ২৮ অজগরের বাচ্চা
ইসহাকের স্ত্রী সালমা বেগম বলেন, বছর পাঁচেক আগে প্রতিবেশীর কাছ থেকে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের একটি গাভী কেনা হয়। এরপর ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি গাভীটি একটি এঁড়ে বাছুর প্রসব করে। বাছুরটির আকৃতি বড় হওয়ায় ওই সময় এর নাম রাখা হয় বিগ বস। শুরু থেকেই স্বামী ইসহাকের সাথে তিনিও বিগ বসের লালন-পালনে সহযোগিতা করেন। আসন্ন কোরবানি ঈদে এটি বিক্রি করার ইচ্ছা পোষণ করছেন তারা।
তিনি ইউএনবিকে আরও বলেন, ষাড়টির দাম চাচ্ছি ২৫ লাখ টাকা। তবে ক্রেতা দামাদামি করে নিতে পরবেন। গাভির ডাকা (বাচ্চা নেয়া) থেকে এ পর্যন্ত ওষুধ, চিকিৎসা সব কিছু দেখভাল করেন স্থানীয় পল্লী পশু চিকিৎসক ডা. আল-মাহমুদ।
উপজেলা প্রাণিসম্পদ অফিসের কেউ এখন পর্যন্ত ষাড়টির ব্যাপারে কোন খোঁজ নেয়নি বলেও জানান এই দম্পতি।
পল্লী চিকিৎসক ডা. আল মাহমুদ বলেন, জন্মানোর পর থেকে এটি বড় আকৃতির হওয়ায় তাদেরকে ষাড়টি লালন-পলন করার জন্য উৎসাহসহ সব ধরনের পরামর্শ দিয়ে আসছি।