১৫১১০ পরিবার
যমুনাতীরে ১৫১১০ পরিবারকে সাইলো ও গো-খাদ্য বিতরণ
যমুনা নদীর অববাহিকার পাঁচ জেলায় ১৫ হাজার ১১০টি পরিবারের মধ্যে সাইলো ও গো-খাদ্য বিতরণ করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।
যেসব পরিবারে গবাদিপশু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তাদের মৌসুমি বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এসব বিতরণ করা হয়।
এই কর্মসূচি বাংলাদেশের উত্তরাঞ্চলের (যমুনা) বন্যাপ্রবণ এলাকায় আগাম সাড়াদানের মাধ্যমে জীবিকা-সম্পদ রক্ষা প্রকল্পের অংশ।
আরও পড়ুন: তথ্য সভায় এফএও বাংলাদেশের অগ্রগতি ও সাফল্য উপস্থাপন
প্রকল্পের অংশ হিসেবে এফএও ৬ লাখ মার্কিন ডলার বাজেটে পশুপালনের সঙ্গে জড়িত ১৫ হাজার ১১০টি পরিবারকে বন্যার সময় খাদ্যশস্য, বীজ, বিশুদ্ধ পানি ও অন্যান্য মূল্যবান সম্পদের নিরাপদ সঞ্চয়ের জন্য জলরোধী সাইলো এবং ৫০ কেজি গো-খাদ্য বিতরণ করেছে।
এই প্রকল্পের লক্ষ্য হলো জীবিকার সুরক্ষা প্রদান, বিপদাপন্ন জনগোষ্ঠীর ওপর জলবায়ুর দুর্যোগের প্রতিকূল প্রভাব হ্রাস করা ও সহনশীলতা বাড়ানো।
বন্যা চলাকালীন ও পরবর্তী সময়ে, চারণভূমি প্লাবিত এবং সঞ্চিত খাদ্য অনেক সময়ে নষ্ট হয়ে যায়। যার ফলে পশু খাদ্যে সংকট দেখা দেয়। এতে খামারিরা নানারকম প্রতিকূলতার সম্মুখীন হন। তাদের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: জলবায়ুর পরিবর্তনের ফলে গ্রামীণ নারী, দরিদ্র ও বয়স্কদের ওপর অসামঞ্জস্যপূর্ণ প্রভাব পড়ছে: এফএও
৪ মাস আগে