আন্দালিব
আরও ৩ দিনের রিমান্ডে আন্দালিব পার্থ
রাজধানীর বনানীতে অবস্তিত সেতু ভবনে হামলা ও ভাঙচুরের মামলায় জাতীয় পার্টির (জাপা) নেতা ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় মীর মোহাম্মদ নাজমুছ ছাকিব ও তাওহীদ ইবনুর বদর সাফওয়ান নামে অপর দুই আসামির চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
আরও পড়ুন: রিমান্ড শেষে কারাগারে নুরুল হক নুর
এর আগে, পাঁচদিনের রিমান্ড শেষে পার্থকে আদালতে হাজির করে ফের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া। আসামি নাজমুছ ছাকিব ও তাওহীদ ইবনুরকেও ১০ দিনের রিমান্ড চান তিনি।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত পার্থকে তিন দিন এবং নাজমুছ ছাকিব ও তাওহীদ ইবনুরকে চার দিনের রিমান্ডে নিতে আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক (এসআই) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৮ জুলাই সেতু ভবনে হামলার ঘটনায় ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন। হামলায় ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: বিটিভি ভবনে নাশকতা মামলায় বিএনপির শিমুল বিশ্বাসসহ ৭ জন রিমান্ডে
ব্র্যাকের সাবেক শিক্ষক আসিফ মাহতাব ও জাবি শিক্ষার্থীর ৬ দিনের রিমান্ড মঞ্জুর
৪ মাস আগে