২৩ শিক্ষার্থী
নাসিরনগরে লাইব্রেরিতে বই পড়ে পুরস্কার পেলেন ২৩ শিক্ষার্থী
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আগস্ট মাসে লাইব্রেরিতে যেসব পড়ুয়ার সবচেয়ে বেশি উপস্থিতি ছিল, তাদের পুরস্কার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া ২৩ শিক্ষার্থীর হাতে এ পুরস্কার তুলে দেন।
আরও পড়ুন: ডিআরইউ’র ‘কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরি’ উদ্বোধন
পুরস্কার পাওয়া ২৩ শিক্ষার্থী হলেন-
বালিকা বিভাগে ২৭ দিন উপস্থিত থেকে যৌথভাবে প্রথম হয়েছেন সাদিয়া বুশরা, হাফছা বেগম, নুসরাত সাকুরা, সুমাইয়া আফরিন, মহিমা রায়, সৃষ্টি রায়, লামিয়া আক্তার, আদ্রিতা, নুসরাত জাহান সোহা ও শাহ সামিয়া।
বালক বিভাগে ২৭ দিন উপস্থিত থেকে যৌথভাবে প্রথম হয়েছেন স্নেহাল গোপ পান্না, তন্ময় সরকার, সৌমিক রায়, গগনদীপ কুন্ডু, পৃথিবী দাস সূর্য্য, আব্দুল গফফার মাহুদী, সৌভিক রায়, আরিয়ান ইসলাম সোহান ও ওমর ফারুক।
এছাড়া ২০ দিন উপস্থিত থেকে দ্বিতীয় হয়েছেন ইস্পা আক্তার এবং ২৫ দিন উপস্থিত থেকে দ্বিতীয় হয়েছেন সপ্তদীপ কুন্ডু।
এদিকে ১১ দিন উপস্থিত থেকে তৃতীয় হয়েছেন ইসরাত সানিয়া আক্তার এবং ২২ দিন উপস্থিত থেকে তৃতীয় হয়েছেন ক্বারি মো. আব্দুল্লাহ।
আরও পড়ুন: ডিজিটাল লাইব্রেরি অ্যাপ চালু করল ইউএনডিপি
২০১ দিন আগে
খুলনায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি থেকে ২৩ শিক্ষার্থী আটক
সারাদেশে ছাত্র হত্যার বিচারের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি চলাকালে ২৩ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর রয়েল মোড় ও ময়লাপোতা মোড়ে মিছিলের চেষ্টাকালে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত কর্মসূচিতে সাড়া দিয়ে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা মোড়ে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দিলে আন্দোলনকারীদের একটি দল আহসান উল্লাহ কলেজের ভেতর প্রবেশ করে তালা লাগিয়ে দেয়। পরে তালা ভেঙে তাদের আটক করে পুলিশ। পরে দুপুর দেড়টার দিকে ডালমিল মোড় থেকে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিকে পুলিশ আন্দোলনকারী ভেবে তাদের ধাওয়া দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শেরেবাংলা রোড থেকে ছাত্রলীগের আরেকটি মিছিল ময়লা পোতা হয়ে সাত রাস্তার দিকে চলে যায়। দুপুর ২টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের আরেকটি অংশ রয়েল মোড়ে অবস্থান নেয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে ছিল।
আরও পড়ুন: 'মার্চ ফর জাস্টিস': যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
বরিশালে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ১৫, আটক ১০
২৪৬ দিন আগে