ইসরায়েলি বিমান বাহিনী
গাজায় ইসরায়েলি বোমার আঘাতে নিহত ১৫
গাজার সুজাইয়া এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় নেওয়া একটি স্কুলে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বৃহস্পতিবার দালাল মুঘরাবি স্কুলে এ হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী।
নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে ওয়াফা।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলি বিমান বাহিনী দালাল মুঘরাবি স্কুলের একটি কম্পাউন্ডের ভিতরে অবস্থানরত ‘সন্ত্রাসীদের’ ওপর হামলা চালিয়েছে।
আইডিএফ বিবৃতিতে আরও বলেছে, স্কুল প্রাঙ্গনটি আস্তানা হিসেবে ব্যবহার করছিল হামাস। ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল তারা।
বেসামরিক নাগরিকদের ক্ষতি হওয়ার ঝুঁকি কমাতে এই অভিযানের আগে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানায় আইডিএফ।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালানোর পর থেকে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে বড় আকারের অভিযান শুরু করে ইসরায়েল।
বৃহস্পতিবার গাজাভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এই উপত্যকায় ৩৫ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৪৮০ জনে এবং আহত ৯১ হাজার ১২৮ জন।
৪ মাস আগে