বঙ্গবন্ধু সড়ক
নারায়ণগঞ্জের চাষাড়া চত্বর ও বঙ্গবন্ধু সড়কে শিক্ষার্থীদের অবস্থান
কোটা সংস্কার ইস্যুতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে হত্যার প্রতিবাদ এবং নয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর ২ নম্বর রেলগেট থেকে মিছিল নিয়ে চাষাড়ায় গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ও বিজয়স্তম্ভের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
আরও পড়ুন: রাজশাহীতে পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ভাঙচুর, পুলিশসহ আহত ২
এসময় নারায়ণগঞ্জের সবগুলো প্রবেশপথ বন্ধ হয়ে যায়। বিক্ষোভ চলাকালে বন্ধ থাকে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সব ধরনের যান চলাচল।
নারায়ণগঞ্জ তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ, নারায়ণগঞ্জ কলেজ ও নারায়ণগঞ্জ মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশত শিক্ষার্থী সেখানে অবস্থান নেয়।
‘উই ওয়ান জাস্টিস’, ‘শহীদ হওয়া শিক্ষার্থীদের রক্ত বৃথা যেতে দেব না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’-সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এরপর চাষাড়া মোড়ে শিক্ষার্থীর বিজিবির গাড়ি আটকে দিলে তাদের প্রতি সহমর্মিত জানিয়ে স্থান ত্যাগ করেন বিজিবি সসস্যরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমাদের ভাইদের রক্ত বৃথা যাবে না। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি।
এদিকে, আগে চাষাড়া এলাকায় এ ধরনের কর্মসূচির আগেই আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখা গেলেও শনিবার তাদের এমন তৎপরতা দেখা যায়নি।
আরও পড়ুন: শহীদ মিনারে সর্বস্তরের মানুষের সমাগম
বরিশালে পুলিশ ও বক্স ও আমর্ড ব্যাটালিয়নের গাড়ি ভাঙচুর, আহত ৪
৪ মাস আগে