গুলিবিদ্ধ ৪
নরসিংদীতে আন্দোলনকারীদের উপর আ. লীগ কর্মীদের গুলি, পিটিয়ে ৬ কর্মীকে হত্যা, গুলিবিদ্ধ ৪
নরসিংদী সদর উপজেলার মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভকারীদের মিছিলে এলোপাতাড়ি গুলি ছুড়েন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এর জের ধরে আওয়ামী লীগের ছয় কর্মীকে পিটিয়ে হত্যা করেছেন উত্তেজিত জনতা। এছাড়া তাদের ছোড়া গুলিতে বিদ্ধ হয়েছেন আন্দোলনকারীদের চারজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা মিছিল নিয়ে বের হলে আওয়ামী লীগের সমর্থকরা তাদের প্রতিহত করতে মিছিলে এলোপাতাড়ি গুলি চালান। এতে চারজন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে সুমন মিয়া (৩৫), সোহেব (৪১), আল আমিনকে (২৫) নরসিংদী সদর হাসপাতালে এবং মীর জাহাঙ্গীরকে (৩০) মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে সহিংসতায় ১১ মামলা দায়ের, গ্রেপ্তার ১৮৪: পুলিশ সুপার
এদিকে গুলি উপেক্ষা করেই বিক্ষোভাকারী ৪/৫ হাজার লোক আওয়ামী লীগের সমর্থকদের উপর চড়া হন। তারা দৌড়ে পালাতে থাকেন। এসময় ধাওয়া করে ছয়জন মাধবদী বাসস্ট্যান্ডের পশ্চিম দিকের বড় মসজিদে আশ্রয় নেন। উত্তেজিত জনতা মসজিদ থেকে তাদের বের করে এনে মসজিদের সামনেই তাদের পিটিয়ে ছয়জনের মৃত্যু নিশ্চিত করে চলে যান।
নিহতরা হলেন- চরদিগলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন (৪০), নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোট ভাই যুবলীগ নেতা দেলোয়ার হোসেন (৩৮), জেলা পরিষদের সাবেক সদস্য শ্রমিক লীগ নেতা মনিরুজ্জামান ভূইয়া ওরফে নাতি মনির (৪২), শ্রমিক লীগ নেতা আনিছুর রহমান সোহেল (৪০), মাধবদী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কমিশনার নওশের (৪০) ও অজ্ঞাত (৩৮)।
বিকাল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের লাশ মসজিদের সামনেই পড়ে রয়েছে। তারমধ্যে নাতি মনিরের লাশ পরিবারের লোকজন উঠিয়ে নিয়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয় সাংবাদিকরা ছবি তুলেছে এবং পুলিশকে খবর দিলেও পুলিশ সেখানে উপস্থিত হয়নি বলে জানা যায়।
এব্যাপারে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
রবিবার সকাল থেকেই নরসিংদী শহরের ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় চত্বরে সকাল থেকে ছাত্র-জনতা জমায়েত হতে শুরু করেন। দুপুর ১টার দিকে তারা জেলখানা মোড় থেকে নরসিংদী স্টেডিয়াম পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লোক সমাগম বেড়েই চলেছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সংঘর্ষে নিহত ৪, থানা-দুই সংসদ সদস্যের বাড়িতে হামলা
পাবনায় আ.লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৩ শিক্ষার্থী নিহত
৪ মাস আগে