মাইক্রোবাস চাপা
রাজশাহীতে মাইক্রোবাস চাপায় শিশু নিহত
রাজশাহী নগরীতে বিয়ের মাইক্রোবাসের নিচে চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে নগরীর বেলদারপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত রায়হান (৩) ওই এলাকার রেজাউল রাজুর ছেলে।
আরও পড়ুন: শেখ হাসিনা সেতুতে মোটর সাইকেলের ধাক্কায় শিশু নিহত
স্থানীয়রা জানান, রবিবার বিকাল ৫টার দিকে তিনটি মাইক্রোবাস বিয়ে বাড়িতে যাচ্ছিল। এ সময় বাড়ির গলি থেকে রায়হান দৌড়ে বের হয়ে সড়ক পার হতে গেলে মাইক্রোবাসের নিচে পড়ে ঘটনাস্থলে নিহত হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় শিশু নিহত
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্রবর্মন জানান, বেলদারপাড়ায় একটি বিয়ে বাড়ির মাইক্রোবাসের নিচে চাপা পড়ে রায়হান নিহত হয়েছে। খবর পেয়ে রায়হানের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে নেয়া হয়।
১২৯৮ দিন আগে
চট্টগ্রামে অভিযানে গিয়ে মাইক্রোবাস চাপায় পুলিশের কর্মকর্তা নিহত
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় মাদক উদ্ধার করতে গিয়ে মাইক্রোবাস চাপায় কাজী মোহাম্মদ সালাউদ্দিন নামে পুলিশের এক এএসআই সহকারী উপ-পরিদর্শক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৬টার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মো. মাসুম (২৬) নামে আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: মাগুরা ফরিদপুর সড়কে বাসের ধাক্কায় শ্রমিক নিহত
নিহত এএসআই কাজী সালাহ উদ্দীনের বাড়ি লক্ষীপুর সদর উপজেলার দক্ষিণ জয়পুর এলাকায়।
চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এএসআই কাজী সালাহ উদ্দীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় দায়িত্ব পালন করছিলেন। একটি মাইক্রোবাসে করে মাদকদ্রব্য নেয়া হচ্ছে, এমন খবর পেয়ে তিনি ওই মাইক্রোবাসকে থামানোর সংকেত দেন। কিন্তু গাড়িটি না থামিয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাজী সালাউদ্দিন নিহত হন। এ ঘটনায় মো. মাসুম নামে আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
তিনি আরও জানান, পরে ৭৩০ লিটার চোলাই মদসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
আরও পড়ুন: ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৬
১৩৯৯ দিন আগে
শেরপুরে মাইক্রোবাস কেড়ে নিল ২ পথচারীর প্রাণ
শেরপুর সদর উপজেলার তারাকান্দি শিমুলতলি এলাকায় মাইক্রোবাসের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১৮৮৫ দিন আগে