সিলিন্ডার বিষ্ফোরণ
ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তদের আগুনে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ, নিহত ২
ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তদের হামলা ও বেশ কয়েকটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে আল মামুন (৩৫) ও শাহান (১৪) নামে দুজন নিহত হয়েছেন। এতে আরও বেশ কয়েকজন আহত ও অগ্নিদগ্ধ হন।
সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় ঠাকুরগাঁও রোড এলাকার বালিয়াডাঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের নাম-ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত এসে দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এর ফলে দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দুজন নিহত হন। এসময় ৬ জন অগ্নিদগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত হতে পারেননি বলে জানান।
৪ মাস আগে