৫ জন কারারক্ষী
কুষ্টিয়া কারাগারের গেট ভেঙে পালিয়েছে বেশ কয়েকজন কয়েদি
কুষ্টিয়া জেলা কারাগারের গেট ভেঙে বেশ কয়েকজন কয়েদি পালিয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৫ জন কারারক্ষী আহত হয়েছেন।
বুধবার (৭ আগস্ট) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি চালিয়েছে কারারক্ষীরা।
আরও পড়ুন: সাতক্ষীরা জেলা কারাগারে হামলা, বেরিয়ে গেছে সব হাজতি-কয়েদি
কুষ্টিয়ার জেল সুপার আ. বারেক বলেন, ‘বুধবার দুপুর দিকে হঠাৎ কারাগারের ভেতর থেকে চিৎকার ও অভ্যন্তরীণ গেটে আঘাতের শব্দ শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি অন্তত ৩০০ জন কারাবন্দি সংঘবদ্ধ হয়ে ভেতর থেকে একসঙ্গে গেটে ধাক্কা দিচ্ছে। এতে গেটের হ্যাজবোল্ড ভেঙে যায়। এ সময় কারাবন্দিরা পালানোর চেষ্টা করলে কারারক্ষীরা ফাঁকাগুলি চালায়। এসময় তারা ছত্রভঙ্গ হয়ে ভেতরে ঢুকে যায়। কারাবন্দিদের ঠেকাতে গিয়ে ৫ জন কারারক্ষী আহত হয়েছেন। এছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অস্ত্র ভাণ্ডার রক্ষিত আছে, কারাবন্দিরা নিরাপদে আছেন।’
তিনি বলেন, ‘ঠিক কতজন কারাবন্দি পালিয়ে গেছেন তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। এছাড়া পালিয়ে যাওয়া কারাবন্দিদের মধ্যে কোনো জঙ্গি বা বড় মাপের কোনো সন্ত্রাসী আছে কি না সেটাও বলতে পারছি না। কারাবন্দিদের তালিকা মিলিয়ে দেখা হচ্ছে। তালিকা মেলানোর পর জানা যাবে কতজন কারাবন্দি পালিয়েছেন। পাশাপাশি পালিয়ে যাওয়া কারাবন্দিদের পরিচয় জানা যাবে।’
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা বলেন, ‘প্রাথমিকভাবে ১২ থেকে ১৩ জন কারাবন্দি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। কারাবন্দিদের পালানো ঠেকাতে কারারক্ষীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।’
এদিকে খবর পেয়ে সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কুষ্টিয়া ক্যাম্পের দায়িত্বে থাকা অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবুল আলম শিকদার বলেন, ‘কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।’
কারারক্ষীরা জানান, জেলখানার ভেতরের রান্নাঘর থেকে চেলা কাঠ সংগ্রহ করে কারাগারের গেট ভেঙে বেরিয়ে আসেন দেড় শতাধিক কারাবন্দি। এ সময় কারারক্ষীরা আটকাতে গেলে তাদের উপর হামলা চালায় কারাবন্দিরা। এরপর কারাবন্দিরা প্রধান গেটের কারারক্ষীকে মারধর করে তার কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়ে তালা খুলে একে একে বেরিয়ে যেতে শুরু করে। এ সময় জেলখানার বাইরে থাকা কারারক্ষীরা ফাঁকা গুলি ছুড়ে তাদের আটকানোর চেষ্টা করে। তবে তার আগেই বেশ কয়েকজন কারাবন্দি পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় ৫ জন কারারক্ষী আহত হয়েছেন।
কারাগার সূত্র জানায়, ৬০০ ধারণক্ষমতা থাকলেও প্রায় ৯ শতাধিকেরও বেশি কারাবন্দি রয়েছে কুষ্টিয়া জেলা কারাগারে।
আরও পড়ুন: কাশিমপুর কারাগারে গুলিতে নিহত ৬, পালিয়েছে ২০৯ বন্দি
সাতক্ষীরায় কারাগার থেকে ৫৯৬ বন্দির পলায়ন, স্বেচ্ছায় আত্মসমর্পণ দুই শতাধিকের
৩ মাস আগে