২২০০ আনসার-ভিডিপি
আইনশৃঙ্খলা রক্ষায় খুলনায় ২২০০ আনসার-ভিডিপি মোতায়েন
দেশে চলমান অস্থিরতায় এবং পুলিশের অনুপস্থিতিতে আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে খুলনা জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ২ হাজার ২০০ সদস্য মোতায়েন করা হয়েছে।
খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বীর নির্দেশে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জ কার্যালয়ের গণসংযোগ সমন্বয়কারী মো. ইসমাইল হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: খুলনায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহত, আহত ২৫
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জেলার বিভিন্ন গুরত্বপূর্ণ স্থাপনা, থানা, জেলখানা, পাড়া/মহল্লায় নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনের জন্য নিয়োগ করেছেন উপমহাপরিচালক।
এতে আরও বলা হয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষিত রাখতে ৯০০ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে এবং অস্থিরতা, চুরি ও ডাকাত প্রতিরোধে ১ হাজার ১০০ জন ভিডিপি সদস্য বিভিন্ন পাড়ায় টহল দিচ্ছেন।
এ ছাড়াও, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে খুলনা শহরের ২০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ১১৮ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন হয়েছে। ৫০ জন সদস্যকে কারাগার নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছে। এছাড়া আনসার ব্যাটালিয়নের ২০ জন সদস্য এখন কয়রা ও ফুলতলা থানা পাহারা দিচ্ছেন।
নিরাপত্তা নিশ্চিত করতে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও বাসভবন, জেলা প্রশাসকের কার্যালয় ও বাসভবন এবং সার্কিট হাউসের নিরাপত্তায় আনসার ব্যাটালিয়নের সদস্যদের মোতায়েন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে খুলনা কারাগারের পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিলে প্রশাসনের অনুরোধে দ্রুত আনসার ব্যাটালিয়নের সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: ১১ দফা দাবিতে অনড় খুলনা পুলিশ, চলছে কর্মবিরতি
খুলনায় পুলিশ হত্যার ঘটনায় মামলা, আসামি ১২০০
৩ মাস আগে