চিরকুট
চিরকুটে মোবাইল নম্বর দিয়ে ১০টি বৈদ্যুতিক মিটার চুরি
নাটোরে লালপুরের বিভিন্ন গ্রাম থেকে ১০টি বৈদ্যুতিক মিটার চুরি করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা যোগাযোগের জন্য চিরকুটে মোবাইল নম্বর লিখে রেখে গেছেন। তবে চিরকুটে দেওয়া নম্বরে যোগাযোগ করলে ভুক্তভোগীদের কাছে টাকা দাবি করেছে তারা।
মঙ্গলবার (২৬ মার্চ) ভোরের দিকে উপজেলার চাঁদপুর, কলসনগর, সাতপুকুরিয়া, ভবানীপুর, কালুপাড়া, শালেশ্মর ও বিভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেট ওসমানী বিমানবন্দরে রিয়ালসহ প্রবাসীর ব্যাগ চুরি, আরেক প্রবাসী আটক
এভাবে চুরির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগীরা হলেন- আমিরুল ইসলাম, বাচ্চু বিশ্বাস, আব্দুল লতিফ, সেকান্দার আলী, আব্দুর রহমান, মিজানুর রহমান, মুক্তার আলী, খোয়াজ হাজী ও আমির।
ভুক্তভোগীরা জানান, চুরি হওয়া মিটারের ফাঁকা জায়গায় একটি চিটকুট লিখে রেখে যায় তারা। এতে লেখা ছিল 'এই মিটার নিতে হলে ০১৯৪০-৯৭৪৮৯৭ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে হবে।
ওই মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে মিটারের জন্য ৮ হাজার টাকা বিকাশ করলে মিটার ফেরত দেওয়ার কথা জানায় দুর্বৃত্তরা।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, মিটার চুরির অভিযোগ আসেনি তার কাছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: কুমিল্লায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, মূলহোতাসহ আটক ৫
শিবালয়ে কবর থেকে কঙ্কাল চুরি, স্থানীয়দের মাঝে ক্ষোভ
৮ মাস আগে
নন্দীগ্রামে ‘চিরকুট’ লিখে মিটার চুরি, মূলহোতা গ্রেপ্তার
বগুড়ার নন্দীগ্রামে ‘চিরকুট’ লিখে মিটার চুরি চক্রের মূলহোতা আক্কাস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জানুয়ারি) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আক্কাস আলী কাহালু উপজেলার মৃত আজিম উদ্দিন শেখের ছেলে।
আরও পড়ুন: চমেক হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ
নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, ফসলের মাঠে গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার চুরি করে একটি মোবাইল নম্বর লিখে চিরকুট ফেলে আসে সংঘবদ্ধ চক্র।
তিনি আরও বলেন, যোগাযোগ করলে মিটার ফেরত দেওয়ার শর্তে টাকা চাওয়া হয়। বিকাশ ও নগদের মাধ্যমে টাকা পাঠানোর পরপরই মিটার কোথায় আছে বলে দেন তারা।
আরও পড়ুন: চমেকে চুরি যাওয়া নবজাতক ফেনী থেকে উদ্ধার, আটক ২
এসআই বলেন, মিটার চুরির পর কথা বলা এবং আর্থিক লেনদেন করা মোবাইল উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) আদালতে হাজির করা হলে চুরির বিষয়টি স্বীকার করে জবানবন্দি দেন তিনি। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চমেক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক ফেনী থেকে উদ্ধার, ২ নারী আটক
শনিবার নন্দীগ্রাম থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া জানান, সম্প্রতি নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চামটা মৌজার পুনাইল পূর্বমাঠে অবস্থিত বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ইউপি সদস্য ইব্রাহিম আলী মণ্ডলের গভীর নলকূপের মিটার ও ইউসুফ আলী কাজীর মিটার চুরি হয়।
সংঘবদ্ধ চক্র নলকূপের দরজার সঙ্গে মোবাইল নম্বর লিখে চিরকুট রেখে যায়। ওই নম্বরে যোগাযোগের পর নগদের মাধ্যমে সাত হাজার টাকা পাঠানোর পর চুরি যাওয়া বৈদ্যুতিক মিটার সরিষা খেতে লুকানো আছে বলে জানায় চক্রের সদস্য।
আরও পড়ুন: কুড়িগ্রাম-রংপুর রেললাইন থেকে বোল্ট চুরি
সেখানে দুটি মিটার পাওয়া যায়। এই ঘটনায় ইউপি সদস্য ইব্রাহিম আলী থানায় মামলা দায়ের করেন। সেই মামলার সূত্র ধরে পুলিশ আক্কাস আলীকে গ্রেপ্তার করা হয়।
তারা আরও বলেন, ‘আপনার মিটার চুরি হয়েছে, মিটার পেতে কল করুন’ এমন বার্তাসহ চিরকুট ফেলে যাওয়ার ঘটনা এ উপজেলায় বেশ আলোচিত।
আরও পড়ুন: চমেকে দুই পরিচ্ছন্নতাকর্মীর মারামারি, ১ জনের মৃত্যু
১১ মাস আগে
নরওয়েতে আন্তর্জাতিক সংগীত বিষয়ক সম্মেলনে যাচ্ছেন চিরকুট ব্যান্ডের সুমি
নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড শহরের ইউনিভার্সিটি অভ অ্যাডগার- এর আমন্ত্রণে আন্তর্জাতিক সংগীত বিষয়ক সম্মেলনে যাচ্ছেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি।
গানে গানে দেশের প্রতিনিধিত্ব করতে নিয়মিতই বিশ্বমঞ্চে উপস্থিত হচ্ছেন তিনি। তবে এবারের যাওয়াটা কিছুটা অন্যরকম।
আরও পড়ুন: আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
এবার নরওয়ের একটি ইন্টারন্যাশনাল মিউজিক কনফারেন্স- এ আমন্ত্রিত হয়েছেন দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট-এর গীতিকার, সুরকার, সংগীতশিল্পী, কমিউনিকেশন স্পেশালিস্ট ও উদ্যোক্তা শারমিন সুলতানা সুমি।
জানা যায়, তিনি ছাড়াও এ কনফারেন্স এ যোগ দিতে উপস্থিত হবেন বিশ্বের নানা প্রান্তের মিউজিক এক্সপার্টরা।
দশ দিনব্যাপী এ আয়োজনে তিনটি সেশনে তাঁর প্রেজেন্টেশন দেবেন, বক্তব্য রাখবেন এবং বিশ্ববিদ্যালয়টির ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন সুমি।
সংগীত সংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি একজন নারী হিসেবে তার সংগীতযাত্রার অভিজ্ঞতা নিয়েও কথা বলবেন তিনি।
সুমি গণমাধ্যমে বলেন, ‘বাংলা গানের সাথে নিজেদের ব্যান্ড নিয়ে গত ২১ বছর ধরে দেশ; ও গত ১১ বছর ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়মিত কাজ করার পর পৃথিবীর মানুষ যে এখন বাংলাদেশের গানের বিস্তৃত কথা আমাদের কাছে এত ডিটেইলে শুনতে চায় বা আমার জানানোর সৌভাগ্য হচ্ছে এটি এক ধরনের বড় সুযোগ এবং পরিবর্তন বলে আমার মনে হয়। পৃথিবী আমাদের ভাবনার চেয়ে অনেক বড় এবং সেখানে আমাদের সকলের জায়গা থেকে বিস্তৃত কাজের সুযোগ রয়েছে।’
সুমি আরও বলেন, ‘সেই সুযোগের সদ্ব্যবহারে নিজের দেশের হয়ে বিশ্বমঞ্চে কথা বলাটা শান্তির, সম্মানের ও গর্বের।’
সব ঠিক থাকলে ৩০ অক্টেবর থেকে শুরু হওয়া এ যাত্রায় ডেনমার্ক হয়ে নরওয়ের কনফারেন্স শেষে জলবায়ু ইস্যুতে ফিনল্যান্ডে কয়েকটি মিটিং এ অংশগ্রহণ করবেন সুমি।
১৬ নভেম্বর দেশে ফিরে যোগ দেবেন নতুন কনসার্টে। যাওয়ার আগে ২৫ অক্টোবর রাজশাহীতে এবং ২৬ অক্টোবর আর্মি স্টেডিয়ামে চিরকুট নিয়ে দুটি কনসার্ট করে যাবেন তিনি।
আরও পড়ুন: বগুড়ায় সপ্তাহব্যাপী বিনামূল্যে বঙ্গন্ধুর বায়োপিকের প্রদর্শনী
শাহরুখের ‘ডানকি’ বনাম প্রভাসের ‘সালার’: মুক্তি পাচ্ছে বড়দিনে
১ বছর আগে
চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের ষষ্ঠ তলা থেকে লাফ দিয়ে জিয়াউর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
নিহত কাজী ফিরোজ (২০১৯-২০) শিক্ষাবর্ষের চীনা ভাষার শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের ২০৩ নম্বর কক্ষে থাকতেন।
ফিরোজের রুমমেট বিন ইয়ামিন বলেন, ‘ফিরোজ কিছুদিন ধরে হতাশ ছিল। আমরা সবসময় তাকে উৎসাহিত করার চেষ্টা করেছি। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সে কক্ষে এসে নামাজ পড়ে এবং জিজ্ঞেস করে, আমাদের কাছে টাকা পাওনা আছে কি না।’
আরও পড়ুন: রাঙামাটিতে অপহরণের ৭ ঘণ্টা পর ঢাবি শিক্ষার্থী উদ্ধার
তিনি বলেন, ‘যখন সে ঘর থেকে বের হচ্ছিল, তখন তাকে বেশ বিষণ্ণ মনে হচ্ছিল। আমি তার ফিরে আসার পরে তার সঙ্গে কথা বলার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। কিন্তু পাঁচ মিনিট পর শুনলাম বিজয় একাত্তর হল থেকে কেউ আত্মহত্যা করেছে।’
ইয়ামিন বলেন, আমরা তৎক্ষণাৎ সেখানে ছুটে যাই এবং দেখি ওই শিক্ষার্থী ফিরোজ।
ফিরোজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে পরে তার টেবিল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
চিরকুটটিতে লেখা ছিল, 'মানুষ মর্যাদার জন্য বাঁচে। মর্যাদা না থাকলে জীবন অর্থহীন... মা, আমি দুঃখিত যে আমি আমার কথা রাখতে পারিনি।
ঢাবি প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বলেন, 'ঘটনাটি হৃদয় বিদারক।’
হল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে বিষয়টি খতিয়ে দেখবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সাজেক থেকে ঢাবি শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ
১ বছর আগে
মাইকেল জ্যাকসনের স্মৃতিমাখা ওয়েস্টলেক স্টুডিওতে চিরকুট
আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অবস্থিত হলিউডের ঐতিহাসিক ওয়েস্টলেক স্টুডিওতে গান রেকর্ড করেছে ব্যান্ড চিরকুট।
আন্তর্জাতিক পরিসরে নানা মাত্রায় দেশের সুনাম অর্জনকারী ব্যান্ডটি বর্তমানে আমেরিকাজুড়ে কনসার্ট সফরে আছে। স্টেজ মাতানোর অবসরেই গত ১২ জুন বিখ্যাত এ স্টুডিওতে গান রেকর্ডের অভিজ্ঞতা অর্জন করেছে দলটি।
৭০-এর দশকে তৈরি হওয়া পৃথিবীর অন্যতম বিখ্যাত এই স্টুডিওতে মাইকেল জ্যাকসন, পল ম্যাককার্টনি, ইমাজিন ড্রাগনস, চেইন-স্মোকারস, হুইটনি হিউস্টন, অ্যালানিস মরিসেট, রিয়ানা, লেডি গাগা, লানা ডেল রে, এনসিঙ্ক, ভ্যান হেলেন, জাস্টিন বিবার, আশারসহ জগদ্বিখ্যাত অসংখ্য আর্টিস্টের অ্যালবাম রেকর্ড হয়েছে ও হচ্ছে।
আজ পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এন্টারটেইনার, দি বিগেস্ট রকস্টার অব অল টাইম মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’ অ্যালবামের পুরোটাই এখানে রেকর্ড করা হয়েছিল।
জানা যায়, আরও অনেক অনেক গান করেছেন তিনি এখানে। তার স্মৃতিও সংরক্ষিত আছে এ স্টুডিওর একটি বিশেষ কক্ষে।
এমনই বিখ্যাতজনদের পদভারে মুখর-স্মৃতিমাখা অত্যাধুনিক স্টুডিওটিতে নতুন সংগীতায়োজনে তৈরি হলো চিরকুটের গান ‘আহারে জীবন’।
আরও পড়ুন: বিটিএস’র ১০ বছর
১ বছর আগে
ফের যুক্তরাষ্ট্র মাতাবে ব্যান্ড চিরকুট
তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে কনসার্ট ট্যুরে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। ‘দ্য লিগ্যাসি ট্যুর-ইউএসএ ২০২৩’-শীর্ষক এ সংগীতময় যাত্রা চলবে আগামী জুন-এর শেষ পর্যন্ত।
চিরকুট জানায়, তাদের প্রথম কনসার্ট হবে বোস্টনে। এই পুরো সময়টাতে নর্থ আমেরিকার বিভিন্ন শহরে কনসার্ট করবে তারা।
ব্যান্ডের মুখপাত্র সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি বলেন-‘সব ঠিক থাকলে আগামী মে মাসের প্রথম সপ্তাহে আমেরিকার উদ্দেশে দেশ ছাড়ব আমরা। প্রিয় শ্রোতা, শুভাকাঙ্খীরা আমাদের জন্য নিশ্চয়ই দোয়া করবেন যেন সব সুন্দরভাবে সুসম্পন্ন হয়। আহারে জীবন, দুনিয়া, বাংলার কথা, কানামাছি, মরে যাব, বন্ধু গো, যাদুর শহর, খালাস থেকে লালে লালের সুবাসে দেখা হোক আমেরিকা।’
বাংলা গানের সম্ভারে নতুন কথা, সুর, ভাবনায় নিজেদের মৌলিক গান নিয়ে সুদীর্ঘ ২১ বছর ধরে পথ চলছে চিরকুট।
‘দি গ্লোবাল বাংলাদেশি ব্যান্ড’- হিসেবে খ্যাত ‘চিরকুট’ এর আগে ২০১৫ এবং ২০১৬ তে দুটি পূর্ণাঙ্গ ট্যুর করেছিল।
আরও পড়ুন: জীবনের গল্প নিয়ে টিভি চ্যানেলে শিগগিরই আসছেন অঞ্জন দত্ত
এছাড়াও গত বছর বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে আইসিটি মন্ত্রণালয়ের আয়োজন ও আমন্ত্রণে আমেরিকার ম্যানহাটনে অবস্থিত পৃথিবীর সবচেয়ে ঐতিহাসিক ও জনপ্রিয় ভেন্যু ম্যাডিসন স্কয়্যার গার্ডেনে বিশ্ব সঙ্গীতের কিংবদন্তী ব্যান্ড স্করপিয়ন্স-এর সঙ্গে কনসার্টে অংশ নিয়ে বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয় চিরকুট।
এছাড়া পৃথিবীর অন্যতম বৃহৎ ও সম্মানজনক মিউজিক ফেস্টিভ্যাল ‘সাউথ বাই সাউথ ওয়েস্ট’-এ বাংলাদেশ থেকে প্রথম ও একমাত্র ব্যান্ড হিসেবে ২০১৬ সালে দুটি কনসার্টে অংশ নিয়ে সুনাম বয়ে আনে ব্যান্ডটি।
বাংলা গানের সুবাস ও গৌরব ছড়াতে গত ১১ বছর ধরে নরওয়ে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইন্ডিয়া ও মালেশিয়ার বিভিন্ন শহরে নানা আন্তর্জাতিক ও দেশীয় কনসার্টে নিয়মিত অংশ নিয়ে আসছে চিরকুট।
তারই ধারাবাহিকতায় এই ট্যুর-আয়োজন করছেন ইউএসএ’র জ্যামিং এন্টারটেইনমেন্ট ও দৃক।
আরও পড়ুন: ঈদে যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’
যে পরিশ্রম করছি দর্শক তা পর্দায় দেখতে পাবে: নিশো
১ বছর আগে
কুমিল্লায় চিরকুট লিখে ইন্টার্ন চিকিৎসকের আত্মহত্যা!
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসকের চিরকুট লিখে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। বুধবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় মেডিকেল কলেজের ডরমেটরিতে থেকে লাশটি উদ্ধার করেন তার সহকর্মীরা।
মৃত ডা. মিনহাজ উল করীম ভূঁইয়া কুমিল্লা মেডিকেল কলেজের ২৪ ব্যাচের ইন্টার্ন চিকিৎসক। তার বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে।
বিষয়টি নিশ্চিত করে কুমেক হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা কামাল আজাদ।
আরও পড়ুন: বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে প্রেমিকার আত্মহত্যা!
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, গতকাল রাতে সংবাদ পেয়ে ফোর্স পাঠিয়েছি। এ মুহুর্তে ঠিক বলতে পারছি না কি কারণে আত্মহত্যা করেছে। তবে আমরা তদন্ত করছি। স্বজনদের সঙ্গে কথা বলবো। ময়নাতদন্তের রিপোর্ট আসুক। তারপর হয়তো এই চিকিৎসকের মৃত্যুর বিষয়টি নিয়ে আমরা সুস্পষ্ট ধারণা পাবো।
ওসি আরও জানান, ওই কক্ষ থেকে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' লেখা একটি সুইসাইড নোট পাওয়া গেছে।
এদিকে সহকর্মীরা জানান, নিহত চিকিৎসক ডা. মিনহাজ উল করীম ভূঁইয়া একা থাকতেন। দরকার না হলে কথা বলতেন না কারও সঙ্গে।
আরও পড়ুন: বরগুনায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে কৃষকের আত্মহত্যা!
যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের হত্যা করে স্বামীর আত্মহত্যা
১ বছর আগে
স্করপিয়ন্সের সঙ্গে ম্যাডিসন স্কয়ার মাতালো চিরকুট
বিখ্যাত জার্মান ব্যান্ড ‘স্করপিয়ন্স’এর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করল বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ শিরোনামে শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এই আয়োজন ছিল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে।
আরও পড়ুন: ঈদে ঢাকার প্রেক্ষাগৃহে 'ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস'
নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে কনসার্টের দিন দুপুর থেকেই দর্শকদের আগমন শুরু হয়। বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ শুরু হয়। মঞ্চে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নুরুল ইসলাম, নাহিদ খান ও অপরাজিতা হক।
২ বছর আগে
টিকটকে তরুণীর ছবি, চিরকুটে নির্যাতনকারীদের নাম লিখে তরুণের আত্মহত্যা !
ফেনীর সোনাগাজীতে টিকটকের ভিডিওতে তরুণীর ছবি নিয়ে নির্যাতনের অপমান সইতে না পেরে এক তরুণ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে উপজেলার পশ্চিম চর দরবেশ এলাকায় নিজ বাড়ির ঘরের আড়ার সাথে ফাঁস লাগানো অবস্থায় ওই তরুণের লাশ উদ্ধারের দাবি করেছে তার পরিবার।
পরিবারের দাবি, মৃত্যুর আগে লিখে রেখে যাওয়া ওই চিরকুটে মৃত্যুর কারণ ও নির্যাতনকারী আটজনের নাম লিখে গেছেন ইমরান।
নিহত ইমরান হোসেন (১৮) উপজেলার পশ্চিম চর দরবেশ এলাকার মো. মাঈন উদ্দিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
ইমরানের বাবা মাঈন উদ্দিন জানান, কয়েক দিন আগে উপজেলার পশ্চিম চর দরবেশ ও আদর্শগ্রাম এলাকায় মুছাপুর সড়কে গিয়ে ইমরান একটি টিকটক ভিডিও বানায়। ভিডিও করার সময় ভুলবশত স্থানীয় এক মেয়ের ছবি উঠে যায়। সেই ছবি তোলাকে কেন্দ্র করে স্থানীয় আটজন যুবক তাকে জিজ্ঞাসাবাদ করে। এসময় ইমরান ভুল স্বীকার করে তাদের কাছে ক্ষমা চায়। এরপরও ওই যুবকেরা তাকে শারীরিকভাবে নির্যাতন ও মারধোর করে।
আরও পড়ুন:আশুলিয়ায় স্ত্রী, সন্তানকে হত্যার পর রিকশাওয়ালার ‘আত্মহত্যা’
তিনি আরও বলেন,‘আমার ছেলে শ্রমিক। রাজমিস্ত্রির কাজ করে খায়। অপমান সইতে না পেরেই সে আত্মহত্যা করেছে। মৃত্যুর পর ইমরানের বিছানার নিচ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। কাগজে যেসব ছেলেদের নাম লিখে গেছে তাদের আমরা চিনি। কাগজে সব লেখা আছে। কাগজটি পুলিশকে দিয়েছি।’
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত্যুর পর তার বিছানার নিচ থেকে উদ্ধার হওয়া ‘সুইসাইড নোট’ এর কথা উল্লেখ করে,ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখার কথা জানান তিনি।
তবে,এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেনি।
আরও পড়ুন:সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা!
আপত্তিকর ভিডিও করে ব্ল্যাকমেইল, প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
৩ বছর আগে
ফুলবাড়ীতে চিরকুট লিখে স্কুল শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গলায় ওড়না পেঁচানো দশম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ সময় তার লেখা একটি চিঠি পাওয়া যায়। এই চিঠিতে তার আত্মহত্যার কারণ লিখে গেছে।
আরও পড়ুনঃ চাঁদপুরে নারী করোনা রোগীর ‘আত্মহত্যার’ চেষ্টা
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, তালুক-শিমুলবাড়ী এলাকার ওই শিক্ষার্থীর সঙ্গে একই এলাকার কলেজ পড়ুয়া যুবক রাজুর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই যুবক অন্য এক মেয়েকে বিয়ে করে। এই খবর পাওয়ার পর পরিবারের অজান্তে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, কিশোরীর লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। যেখানে নিজের মৃত্যুর জন্য ওই যুবক ও তার পরিবারকে দায়ী করা হয়েছে। একই সঙ্গে ওই যুবকের শাস্তির দাবি করা হয়েছে।
আরও পড়ুনঃ জয়পুরহাটে স্ত্রীকে ‘হত্যার’ পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
স্থানীয় রজব আলী কুলু ও আশরাফুল ইসলাম বলেন, মেয়েটির বাবা নেই। এতিম মেয়েটির প্রতি রাজু অবিচার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, যে চিরকুট পাওয়া গেছে সেটা এক্সপার্ট দিয়ে পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে। এটা তারই লেখা কিনা।
আরও পড়ুনঃ বিয়ানীবাজারে কীটনাশক পানে কিশোরীর ‘আত্মহত্যা
এদিকে আত্মহত্যায় প্ররোচণা দেয়ার অপরাধে কিশোরীর মামা চার জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় ওসি।
৩ বছর আগে