কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসকের চিরকুট লিখে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। বুধবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় মেডিকেল কলেজের ডরমেটরিতে থেকে লাশটি উদ্ধার করেন তার সহকর্মীরা।
মৃত ডা. মিনহাজ উল করীম ভূঁইয়া কুমিল্লা মেডিকেল কলেজের ২৪ ব্যাচের ইন্টার্ন চিকিৎসক। তার বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে।
বিষয়টি নিশ্চিত করে কুমেক হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা কামাল আজাদ।
আরও পড়ুন: বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে প্রেমিকার আত্মহত্যা!
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, গতকাল রাতে সংবাদ পেয়ে ফোর্স পাঠিয়েছি। এ মুহুর্তে ঠিক বলতে পারছি না কি কারণে আত্মহত্যা করেছে। তবে আমরা তদন্ত করছি। স্বজনদের সঙ্গে কথা বলবো। ময়নাতদন্তের রিপোর্ট আসুক। তারপর হয়তো এই চিকিৎসকের মৃত্যুর বিষয়টি নিয়ে আমরা সুস্পষ্ট ধারণা পাবো।
ওসি আরও জানান, ওই কক্ষ থেকে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' লেখা একটি সুইসাইড নোট পাওয়া গেছে।
এদিকে সহকর্মীরা জানান, নিহত চিকিৎসক ডা. মিনহাজ উল করীম ভূঁইয়া একা থাকতেন। দরকার না হলে কথা বলতেন না কারও সঙ্গে।
আরও পড়ুন: বরগুনায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে কৃষকের আত্মহত্যা!