নিরাপত্তার দাবি
নিরাপত্তার দাবিতে দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ, ৫ দফা দাবি
বাড়ি-ঘর ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধনের কর্মসূচি পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
শনিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
আরও পড়ুন: রাজশাহীতে বিক্ষোভকারী-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে নিহত ১, আহত ৩৫
এসময় দাবির পক্ষে বিভিন্ন স্লোগান লেখা প্লাকার্ড বহন করেন তারা। খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন সনাতন ধর্মাবলম্বীরা।
এদিকে পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় সমাবেশে ৫ দফা দাবি পেশ করেছেন।
দাবির মধ্যে রয়েছে-
১. অবিলম্বে সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় গঠন।
২. সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরা্দ্দ।
৩. দ্রুত সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন।
৪. সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত হামলা প্রতিবোধে কঠোর আইন প্রনোয়ণসহ বাস্তবায়ন।
৫. হামলার শিকার ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রীয় কোষাগার থেকে ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে।
এছাড়া সনাতন ধর্মাবলম্বীরা দাবির পক্ষে মঙ্গলবার (১৩ আগস্ট) প্রতিটি উপজেলায় ও বুধবার (১৪ আগস্ট) প্রেস ক্লাবের সামনে আবারও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন।
কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেলসহ সনাতন ধর্মাবলম্বী সংগঠনের প্রতিনিধিরা।
সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের দেশ না ছাড়তে আহ্বান জানান এবং তাদের জানমাল রক্ষাসহ নিরাপত্তার দাবিতে বক্তব্য দিয়েছেন তারা।
আরও পড়ুন: হিন্দু সম্প্রদায়ের সুরক্ষার দাবিতে শাহবাগে বিক্ষোভ চলছে
বিক্ষোভের মুখে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত
৪ মাস আগে