৩৭১ জন
নিজাম হাজারীসহ আ.লীগের ৩৭১ জনের বিরুদ্ধে মামলা
ফেনী শহরের মহিপালে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে গুলিবর্ষণে জাকির হোসেন শাকিলের নিহতের ঘটনায় তার মা কোহিনুর আক্তার বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেছেন।
শাকিল সোনাগাজীর কুঠিরহাট মান্দারী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
আরও পড়ুন: হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর
মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে প্রধান আসামি করে চারজন উপজেলা চেয়ারম্যান, পাঁচজন পৌরসভার মেয়র ও ৩৮ জন চেয়ারম্যানসহ ৭১ জনের নাম উল্লেখ করে মোট ৩৭১ জনকে আসামি করা হয়েছে।
এদের মধ্যে ভারত পালিয়ে যাওয়ার সময় আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আটক হওয়া নিজাম হাজারীর ব্যক্তিগত সহকারী ও জেলা যুবলীগের সহ-সম্পাদক ফরিদ মানিক ওরফে পিএস মানিকও রয়েছেন।
এর আগে, সবুজ হত্যার ঘটনায় নিজাম হাজারীসহ ৬৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না। এছাড়া এই মামলায় পিএস মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
প্রসঙ্গত, ৪ আগস্ট মহিপালে গুলিবর্ষণের ঘটনায় ১১ জন নিহত হয়। ওই দিনের ঘটনায় এটিই প্রথম মামলা।
আরও পড়ুন: মিরপুরে শিক্ষার্থীদের হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
৪ আগস্টের সহিংসতা: উপজেলা চেয়ারম্যানসহ ৭১৮ জনের বিরুদ্ধে মামলা
৩ মাস আগে