পাল্টা অভ্যুত্থান
চট্টগ্রামে নাশকতা কিংবা ‘পাল্টা অভ্যুত্থান’ ঠেকাতে ছাত্র-জনতার অবস্থান
১৫ আগস্টকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা কিংবা ‘পাল্টা অভ্যুত্থান’ ঠেকাতে পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে চট্টগ্রাম মহানগরীর নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।
‘রেজিস্ট্যান্স উইক’র অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। সেখানে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে নিউমার্কেট এলাকায় জড়ো হন শিক্ষার্থী ও নানা পেশার মানুষ।
সকাল ১০টার পরপরই প্রায় হাজারখানেক শিক্ষার্থী-জনতা উপস্থিত হন নিউমার্কেট চত্বরে। এসময় তারা চত্বরে জড়ো হয়ে ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘স্বৈরাচারের গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘খুনি হাসিনার ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘শেখ হাসিনার দালালেরা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারীদের অবস্থানের কারণে নিউমার্কেট মোড়ের চারপাশে যান চলাচলে বিঘ্ন ঘটে।
আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারের কারও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বা সুবিধা নেওয়ার ইচ্ছা নেই: পররাষ্ট্র উপদেষ্টা
মাঝেমধ্যে রিকশা ও দুয়েকটি মোটরসাইকেল চলাচল করতে দিচ্ছিলেন আন্দোলনকারীরা। এছাড়া চট্টগ্রাম রেলস্টেশনের মুখে তল্লাশি চালাচ্ছেন তারা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদুজ্জামান বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ ও দলটির সহযোগীরা আজ ১৫ আগস্টে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা করেছে। তারা ‘পাল্টা অভ্যুত্থানের’ চেষ্টা করতে পারেন, এমন খবরে ছাত্র-জনতা রাস্তায় নেমেছে। সব ধরনের চক্রান্ত নস্যাৎ করে দিতে ছাত্র-জনতা মাঠে থাকবে। কোথাও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীদের পাওয়া গেলে শক্ত হাতে প্রতিহত করা হবে।’
আন্দোলনকারীরা বলেন, সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালিত হচ্ছে। হাজার হাজার আন্দোলনকারী মাঠ থেকে উঠে যাননি। সড়কে সড়কে এখনও শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করছেন। দেয়াললিখনও চলছে। স্বৈরাচারদের কোনো সুযোগ দেওয়া হবে না। দুপুর ১২টা ১৯ মিনিটে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।
গত ১৩ আগস্ট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চার দফা দাবিতে সারাদেশে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচি ঘোষণা করে। তারই অংশ হিসেবে পরপর দুদিন নগরীর ষোলশহর স্টেশন এলাকায় মিছিল-সমাবেশ করেন তারা। এরপর আজ সর্বাত্মক অবস্থান কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।
এর আগে, গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন: বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক জোরদারে আশাবাদ ব্যক্ত করেছেন ল্যাভরভ
৩ মাস আগে