দগ্ধ ৪
যশোরে ইউপি সদস্যের ঘরে অগ্নিসংযোগ, শিশুসহ দগ্ধ ৪
যশোরের ঝিকরগাছা উপজেলার ১ নম্বর গঙ্গানন্দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যের ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউপি সদস্য ও তার পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।
আরও পড়ুন: রূপগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতি দগ্ধ
দগ্ধ তিনজনের শরীরের দুই-তৃতীয়াংশ পুড়ে গেছে। দগ্ধরা হলেন- ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁন (৪০), তার স্ত্রী মুক্তা বেগম (৩৫), ছেলে মেহেমিদ খাঁন (৪) এবং ভাই ওবায়দুল খাঁন (৩৫)।
স্থানীয়রা জানায়, ইউপি সদস্য তালিমুল স্ত্রী ও সন্তানের সঙ্গে রাতে ঘরেই ঘুমিয়ে ছিলেন। তখন কে বা কারা ঘরের বাইরের থেকে দরজা আটকিয়ে জানালা দিয়ে ঘরের ভেতর আগুন ধরিয়ে দেয়। তাদের উদ্ধার করতে গেলে তালিমুলের ভাই ওবায়দুলও দগ্ধ হন। পরে ঘরের দরজা ভেঙে স্থানীয়রা সবাইকে উদ্ধার করে। এতে ওই পরিবারের সবাই দগ্ধ হন।
গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শুক্রবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, ‘আমিসহ আমার টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা হয়েছে।’
আরও পড়ুন: ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, দগ্ধ ১০
মেঘনা টোল প্লাজায় মাইক্রোবাসে অগ্নিকাণ্ডে ৫ যাত্রী দগ্ধ
৪ মাস আগে