অনূর্ধ্ব-১৯
অনূর্ধ্ব-১৯ নারী সাফ ফুটবলার সাগরিকার পরিবার পাচ্ছে নতুন বাড়ি
দেশের কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর অনূর্ধ্ব-১৯ নারী সাফ ফুটবল দলের খেলোয়াড় মোছাম্মত সাগরিকার পরিবার পাচ্ছে নতুন বাড়ি।
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সাগরিকার বাড়িতে তাকে দেখতে যান ইউএনও। এ সময় তার পরিবারের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।
আরও পড়ুন: এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন ১০ নারী
ইউএনও রকিবুল হাসান জানান, রাঙ্গাটুঙ্গি গ্রামে সাগরিকার বাড়ি। তাদের বাড়ির খুবই জনাজীর্ণ। তাই নতুন করে নির্মাণ করার জন্য জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে।
ইউএনও আরও জানান, উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সাগরিকার পরিবারকে নতুন করে দুই রুম বিশিষ্ট একটি বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। এরই মধ্যে রাজমিস্ত্রির সঙ্গে কথাও হয়েছে দ্রুত বাড়ি নির্মাণের জন্য।
নতুন ঘর পাওয়ার কথা শুনে খুশিতে কেঁদে ফেলেন সাগরিকার বাবা মোহাম্মদ লিটন আলী। তিনি জানান, তার মেয়ের কারণেই তিনি আজ নতুন বাড়ি পাচ্ছেন।
স্থানীয়রা জানান, রাণীশংকৈল-হরিপুর মহাসড়কের বাশরাইল এলাকা থেকে মহাসড়কের উত্তর দিক দিয়ে সরু পথ ধরে প্রায় আধা কিলোমিটার যেতেই সাগরিকার বাড়ি। বাড়ির প্রবেশপথে ছোট একটি দরজা। বাড়িটি কাশবনের বেড়া দিয়ে ঘেরা। ঘর দুইটি করা হয়েছে কাশবন আর বাঁশের বাতার বেড়া দিয়ে। ঘরের ছাউনি হিসেবে রয়েছে ছাপড়া টিন। বাড়িতে রয়েছে অস্বাস্থ্যকর শৌচাগার ও টিউবওয়েল।
আরও পড়ুন: মারা গেলেন নারী ফুটবল দলের খেলোয়াড় রাজিয়া সুলতানা
৯ মাস আগে
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাল বিমান বাংলাদেশ
এসিসি অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ-১৯ ক্রিকেট দলকে বিমানবন্দরে শুভেচ্ছা জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসিসি অনূর্ধ-১৯ যুব এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়ে বরণ করে নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: ভারতকে বিদায় করে ফাইনালে বাংলাদেশ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজি-১৪৮ যোগে দুবাই হতে ঢাকাতে আসেন বাংলাদেশ অনূর্ধ-১৯ ক্রিকেট দলের যুব চ্যাম্পিয়নরা।
ঢাকাতে অবতারণের পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষথেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের।
এসময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পরিচালক কার্গো মো. কামরুল হাসান খান, (যুগ্ম সচিব) পরিচালক বিক্রয় ও বিপণন মোহাম্মদ সালাউদ্দিন, বিমানের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র পার্সার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক ক্রিকেটার মো. সানোয়ার হোসেন 'এসিসি অনূর্ধ-১৯ যুব এশিয়া কাপ ২০২৩' এ বাংলাদেশের টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ: আশিকুরের অসাধারণ সেঞ্চুরিতে প্রথমবারের মতো শিরোপা জিতল বাংলাদেশ
বাংলাদেশ বনাম নিউ জিল্যান্ড ওয়ানডে সিরিজ: সাকিবহীন একাদশে সৌম্যকে গুরুত্বপূর্ণ বিবেচনা শান্তর
১ বছর আগে
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: ভারতকে বিদায় করে ফাইনালে বাংলাদেশ
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল চার উইকেটে জয় লাভ করে।
আরও পড়ুন: ‘মিথ্যা প্রতিবেদন’: একাত্তর টিভির বিরুদ্ধে মুশফিকের আইনি ব্যবস্থা
টস জিতে প্রথমে বাংলাদেশের ফিল্ডিং নেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল। মারুফ মৃধার নেতৃত্বাধীন বোলিং ভারতীয় ব্যাটিংকে বিপর্যস্ত করে ফেলে। আদর্শ সিং, আরশিন কুলকার্নি ও উদয় সাহারান সহজে আউট হলে ষষ্ঠ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ১৩/৩।
তবে মুশির খান (৫০) ও মুরুগান অভিষেকের (৬২) দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতকে ১৮৮ রানের প্রতিযোগিতামূলক স্কোরে নিয়ে যায়।
কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও, রাজ লিম্বানি (১১*) এবং নমন তিওয়ারি (৬) সমস্ত উইকেটে স্কোরকে ১৮৮- এ ঠেলে দিয়ে মূল্যবান রানের অবদান রাখেন।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে গুরুত্বপূর্ণ উইকেট হারায়। রাজ লিম্বানি (২/৪৭) ও নমন তিওয়ারি (৩/৩৫) শক্তিশালী অবদান রাখলেও আরিফুল ইসলাম বাংলাদেশের পক্ষে লিঞ্চপিন হিসেবে আবির্ভূত হন। আহরার আমিনের ৪৪ রানের অবদানে ৯০ বলে ৯৪ রানের দুর্দান্ত ইনিংস বাংলাদেশকে জয়ের দিকে নিয়ে যায়।
আরও পড়ুন: এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: সেমিফাইনাল নির্ধারণে বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ
১ বছর আগে
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ শুরু বৃহস্পতিবার
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। আর খেলা শুরু হবে বৃহস্পতিবার (৬ জুলাই)। এদিন সকাল ৯টায় মাঠে গড়াবে যুবাদের প্রথম ওয়ানডে ম্যাচ।
বুধবার (৫ জুলাই) দুপুরে খুলনা আবু নাসের স্টেডিয়ামে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে।
ট্রফি উন্মোচন করেন বাংলাদেশের অধিনায়ক আহরার আমিন ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডেভিড টিগার। সিরিজ ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেন উভয় দলের অধিনায়ক।
আরও পড়ুন: বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন: তামিম ইকবাল
এর আগে আজ সকাল থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল প্রথম ওয়ানডের অনুশীলন করেছে। আর বিকালে দক্ষিণ আফ্রিকার যুবাদের অনুশীলন।
সিরিজের প্রথম ৩ ওয়ানডে ম্যাচ হবে খুলনাতে, আর শেষ দুই ম্যাচের ভেন্যু রাজশাহী। সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ৯টা থেকে।
এদিকে প্রথম ওনানডে মাঠে গড়ানোর আগে আজ শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররা।
যুবাদের এই দলের সামনে একেবারেই নতুন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সবশেষ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ফলাফল ভালো হয়নি টাইগারদের।
তবে এবার নিজেদের আরও বেশী প্রস্তুত করে নিয়েছে যুবারা। নতুন প্রতিপক্ষ হলেও এই সিরিজে ভালো করার আশা ক্রিকেটারদের। আগামী বছর বিশ্বকাপের আগে এ ধরনের সিরিজ বিশ্বকাপের প্রস্তুতিতেও কাজে দিবে বলে আশা তাদের।
আর দীর্ঘ চার বছর পর খুলনায় কোনো বিদেশি ক্রিকেট দলকে আতিথিয়েতা দিতে প্রস্তুত শেখ আবু নাসের স্টেডিয়ামও।
খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামের ভেন্যু ইনচার্জ মোস্তাফিজুর রহমান রাসেল বলেন, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সিরিজকে সামনে রেখে ভেন্যুর বিভিন্ন স্থানে সংস্কার করা হয়েছে।
দর্শকদের জন্য উম্মুক্ত রাখা গ্যালারিতে নতুন করে রং করা হয়েছে। সংস্কার করা হয়েছে ড্রেসিং রুমসহ ভেন্যুর অন্যান্য বিভিন্ন স্থাপনাও।
সূচি অনুযায়ী, আগামী ৬, ৯ ও ১১ জুলাই সিরিজের প্রথম তিনটি ওয়ানডে শেখ আবু আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আর শেষ দু’টি ওয়ানডে অনুষ্ঠিত হবে রাজশাহীতে ১৪ ও ১৭ জুলাই। পাঁচ ম্যাচের এই সফর শেষ করে প্রোটিয়া যুবা দল বাংলাদেশ ছাড়বে ১৮ জুলাই।
আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে সিরিজের উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ
আফগানিস্তান সিরিজের উদ্বোধনী ম্যাচে ফিটনেস নিয়ে শঙ্কা থাকা সত্ত্বেও খেলতে বদ্ধপরিকর তামিম
১ বছর আগে
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: পাকিস্তানের কাছে ৬ উইকেটে হারল বাংলাদেশ
চলমান আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানের কাছে ছয় উইকেটে হেরেছে বাংলাদেশ। ভারতের কাছে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। পাকিস্তানের সাথে এটা ছিল পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ।
সোমবার অ্যান্টিগায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর করতে ব্যর্থ হয়। আরিফুল ইসলামের সেঞ্চুরি সত্ত্বেও বাংলাদেশ ৪৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৫ রানে ইনিংস শেষ করে।
১১৯ বলে পাঁচটি চার ও চারটি ছক্কায় ১০০ রান করেন আরিফুল। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান এসেছে ইফতেখার হোসেনের ব্যাট থেকে।
আরও পড়ুন: বিপিএল ২০২২: ফ্লেচার-মুশফিক ঝড়ে খুলনার বড় জয়
পাকিস্তানের হয়ে এওয়াইজ আলী ও মেহরান মুমতাজ তিনটি করে উইকেট নেন।
জবাবে পাকিস্তান ৪৬.৩ ওভারে ছয় উইকেটে ১৭৬ রানে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তাদের পক্ষে উইকেটরক্ষক ব্যাটার হাসিবুল্লাহ খান ৭৯, ওপেনার মুহাম্মদ শেহজাদ ৩৬, ইরফান খান ও আব্দুল ফাসিহ যথাক্রমে ২৪ ও ২২ রান করেন।
বাংলাদেশের পক্ষে রাকিবুল হাসান দু’টি ও নাইমুর রহমান একটি উইকেট নেন।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এটিই ছিল বাংলাদেশের শেষ ম্যাচ।
এর আগে, বাংলাদেশ উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারলেও কানাডা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতে সুপার লিগের কোয়ার্টার ফাইনালে উঠে। সেখানে তারা ভারতের কাছে হেরে যায়।
আরও পড়ুন: দেশের হয়ে ৬ মাস টি-টোয়েন্টি খেলবেন না তামিম
২ বছর আগে
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: কানাডার বিপক্ষে বাংলাদেশের বড় জয়
সেন্ট কিটস অ্যান্ড নেভিসের রাজধানী বাসেটেরেতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চলমান ম্যাচে নিজেদের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ৪৪ দশমিক ৩ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১৩৬ রান করতে সক্ষম হয় কানাডা।
বাংলাদেশের অফ-স্পিন বোলার এস এম মেহেরব ও ফাস্ট বোলার রিপন মণ্ডলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি কানাডিয়ান ব্যাটাররা। তারা দুজন চারটি করে উইকেট নেন এবং বাকি দুই উইকেট নিয়েছেন আশিকুর জামান।
আরও পড়ুন: বিপিএলে একজন পেস-বোলিং অলরাউন্ডারের খোঁজে মাহমুদউল্লাহ
কানাডার পক্ষে, উইকেটরক্ষক-ব্যাটার অনুপ চিমা সর্বোচ্চ ৬৩ রান করেন।
জবাবে ২৬ রানের মধ্যেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। কিন্তু ইফতাখার হোসেন ৮৯ বলে ৭ চারের সাহায্যে অপরাজিত ৬১ রান করে দলকে জয়ের পথ দেখান। এছাড়া প্রান্তিক নওরোজ নাবিল ৩৩ রান করেন।
বাংলাদেশ পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে।
আরও পড়ুন: আইসিসি ওয়ানডে বর্ষসেরা দলে ৩ বাংলাদেশি ক্রিকেটার
২ বছর আগে
বিশ্বকাপজয়ী জুনিয়র টাইগাররা বুধবার দেশে ফিরছেন
প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী যুবা টাইগাররা বুধবার বিকালে দেশে ফিরবেন।
৪ বছর আগে