সেন্ট কিটস অ্যান্ড নেভিসের রাজধানী বাসেটেরেতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চলমান ম্যাচে নিজেদের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ৪৪ দশমিক ৩ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১৩৬ রান করতে সক্ষম হয় কানাডা।
বাংলাদেশের অফ-স্পিন বোলার এস এম মেহেরব ও ফাস্ট বোলার রিপন মণ্ডলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি কানাডিয়ান ব্যাটাররা। তারা দুজন চারটি করে উইকেট নেন এবং বাকি দুই উইকেট নিয়েছেন আশিকুর জামান।
আরও পড়ুন: বিপিএলে একজন পেস-বোলিং অলরাউন্ডারের খোঁজে মাহমুদউল্লাহ
কানাডার পক্ষে, উইকেটরক্ষক-ব্যাটার অনুপ চিমা সর্বোচ্চ ৬৩ রান করেন।
জবাবে ২৬ রানের মধ্যেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। কিন্তু ইফতাখার হোসেন ৮৯ বলে ৭ চারের সাহায্যে অপরাজিত ৬১ রান করে দলকে জয়ের পথ দেখান। এছাড়া প্রান্তিক নওরোজ নাবিল ৩৩ রান করেন।
বাংলাদেশ পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে।