মোংলা কমিউটার
বেনাপোলে ট্রেনে কাটা পড়ে নিহত ১
বেনাপোল থেকে ছেড়ে যাওয়া ‘মোংলা কমিউটার’ ট্রেনে কাটা পড়ে আজিজ কালা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে বেনাপোলের কাগজপুকুর বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় স্কুলছাত্র অপহরণ-হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
আজিজ বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের আসমত শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১০টার দিকে আজিজ কাগজপুকুর বাজার থেকে বাড়ি যাওয়ার সময় বেনাপোলের কাগজপুকুর বাজার এলাকায় পৌঁছালে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। আজিজ কানে কম শুনতেন বলে জানা গেছে।
বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, ‘কাগজপুকুরে ট্রেনের নিচে কাটা পড়ে আজিজ কালা নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। দুর্ঘটনাস্থলে রেলওয়ের পুলিশ পাঠিয়ে তার লাশ উদ্ধার করা হয়েছে।
আজিজের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: টানা বৃষ্টিতে কুমিল্লায় জলাবদ্ধতা, স্থবির জনজীবন
৩ মাস আগে