বনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
অবশেষে পদত্যাগ করলেন পাবিপ্রবি উপাচার্য
অবশেষে পদত্যাগ করলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য ড. হাফিজা খাতুন।
বুধবার (২১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পদাধিকারী আচার্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপউপাচার্য, ট্রেজারার, প্রক্টর ও ছাত্র উপদেষ্টার পদ খালি হলো।
আরও পড়ুন: কোটা পদ্ধতি পুনরায় সংস্কারের দাবিতে পাবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বলেন, ‘ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন উপাচার্য উপাচার্য ড. হাফিজা খাতুন ম্যাডাম।’
তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী তিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানতে পেরেছি।’
এরআগে সোমবার দুপুরে দায়িত্ব পাওয়ার মাত্র ৫ দিনের মাথায় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর ড. মো. মাসুদ রানা ও ছাত্র উপদেষ্টা ড. মো. ইমরান হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
এরপর থেকেই অভিভাবক শূন্য রয়েছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
আরও পড়ুন: পদত্যাগ করলেন পাবিপ্রবির উপউপাচার্য ও কোষাধ্যক্ষ
৪ মাস আগে