অকেজো
ফসলি জমির মাটিকাটায় ২ স্কেভেটর অকেজো ও ৪ ট্রাক জব্দ
ফেনীতে অবৈধভাবে ফসলি জমির মাটিকাটায় দুটি স্কেভেটর অকেজো ও চারটি ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানে বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা প্রদান করে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১০টা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। এ সময় এই অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে মাটিকাটার কাজে নিয়োজিত দুইটি স্কেভেটর ও অপরিকল্পিতভাবে মাটি পরিবহন করে চলাচলের রাস্তা, জমি ও অন্যের ক্ষেতের ফসল নষ্ট করে গণউপদ্রব সৃষ্টিকারী চারটি ট্রাক জব্দ করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গা সীমান্তে ১২ কেজি রূপার গয়না জব্দ
ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার বলেন, ‘অভিযুক্তদের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে।’
২২৪ দিন আগে
বন্যাকবলিত ১০ জেলায় ১২৩৫ মোবাইল টাওয়ার অকেজো: বিটিআরসি
বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ জেলার ১৩ হাজার ৪৯১টি মোবাইল টাওয়ারের মধ্যে ১ হাজার ২৩৫টি অকেজো হয়ে পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
জেলাগুলো হলো- নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট।
ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী মোবাইল অপারেটর এবং টাওয়ার অপারেটরদের পরিষেবাগুলো পুনরায় চালু করার জন্য সরঞ্জাম, জেনারেটর এবং জ্বালানি বহনের জন্য জাহাজ এবং স্পিডবোটসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে।
তবে বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পানির নিচে তলিয়ে যাওয়া টাওয়ারগুলো সচল হবে না।
জেনারেটরের মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক পুনঃস্থাপিত হওয়ায় বন্যাকবলিত এলাকায় চার্জিং সুবিধাও দিচ্ছে কর্তৃপক্ষ।
এদিকে মৌলভীবাজার ও সিলেটে বন্যা পরিস্থিতির অবনতির কারণে টেলিযোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে মোবাইল অপারেটর, টাওয়ার কো-অপারেটর ও কর্তৃপক্ষ মোবাইল নেটওয়ার্ক পুনরায় সচল করার চেষ্টা করছে।
৪৬৮ দিন আগে