হামেস রদ্রিগেস
আর্জেন্টিনাকে হারিয়ে কলম্বিয়ার মধুর প্রতিশোধ
লাতিন আমেরিকা চ্যাম্পিয়ন, সেইসঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নও। তবে ম্যাচজুড়ে নিজেদের ছায়া হয়ে রইল আর্জেন্টিনা। আর এই সুযোগ কাজে লাগিয়ে কোপা আমেরিকার ফাইনালে হারের শোধ তুলল কলম্বিয়া।
কলম্বিয়ার এস্তাদিও মেত্রোপলিতানো রবের্তো মেলেন্দেসে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়া।
ম্যাচের ২৫তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন ডিফেন্ডার ইয়ের্সন মসকেরা। এরপর বিরতির পরপরই দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনাকে সমতায় ফেরান নিকোলাস গন্সালেস। তবে ম্যাচের ৬০তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন হামেস রদ্রিগেস।
এই ম্যাচে একটি করে গোল ও অ্যাসিস্টে সবশেষ ৮ ম্যাচে ১০ গোলে অবদান (৭ অ্যাসিস্ট ও ৩ গোল) রাখলেন ৩৩ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার।
আরও পড়ুন: লা লিগায় ফিরলেন হামেস রদ্রিগেস
এর ফলে ১২ ম্যাচ অপরাজিত থাকার পর হারের তেতো স্বাদ পেলেন লিওনেল স্কালোনির শিষ্যরা। সবশেষ তারা হারে গত নভেম্বরে, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই উরুগুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে। তার পরের ১২ ম্যাচের মধ্যে ১১টিই জিতেছে আর্জেন্টিনা, ড্র করেছে মাত্র একটি ম্যাচে।
তাছাড়া ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনার দ্বিতীয় হার এটি।
৩ মাস আগে
লা লিগায় ফিরলেন হামেস রদ্রিগেস
২০২০ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর অনেকটা পর্যটকের মতো ইংল্যান্ড, গ্রিস ও ব্রাজিলে খেলে অবশেষে লা লিগায় ফিরলেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী কলম্বিয়ান ফুটবলার হামেস রদ্রিগেস।
ফ্রি ট্রান্সফারে স্প্যানিশ ক্লাব রায়ো ভায়েকানোয় যোগ দিয়েছেন তিনি। এক অফিশিয়াল বিবৃতিতে রদ্রিগেসকে দলে টানার কথা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তবে বিবৃতিতে তার সঙ্গে চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
২০১৮ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের পর বিশ্বের বড় বড় ক্লাবগুলোর নজরে পড়েন রদ্রিগেস। ব্রাজিলে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টজুড়ে ৬ গোল করে কলম্বিয়াকে বিশ্বকাপে নিজেদের সেরা দৌড় কোয়ার্টার ফাইনালে তোলেন তিনি। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ জেতেন গোল্ডেন বুটও। এছাড়া শেষ ষোলোয় উরুগুয়ের বিপক্ষে দারুণ এক ভলিতে করা তার গোলটিই পরে পুসকাস পুরস্কার জিতে নেয়।
এরপরই প্রায় ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে সান্তিয়াগো বের্নাবেউতে নাম লেখান হামেস। এটি ছিল সে সময়কার সর্বোচ্চ দলবদলগুলোর একটি। ২০২০ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে কাটিয়ে তিনি যোগ দেন কার্লো আনচেলত্তির দায়িত্ব নেওয়া ইংলিশ ক্লাব এভারটনে। এর মাঝে অবশ্য ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদ থেকে ধারে বায়ার্ন মিউনিখে খেলেন তিনি।
আরও পড়ুন: ভিনিসিউসের জন্য সৌদির ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফেরাল রিয়াল
এভারটন অধ্যায় শেষ করে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস ও সবশেষ ব্রাজিলের ক্লাব সাও পাওলোয় যোগ দেন ৩৩ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার। তবে ইউরোপে ফেরার আশায় গত গ্রীষ্মেই সাও পাওলোর সঙ্গে চুক্তি বাতিল করে ফ্রি এজেন্ট ছিলেন তিনি।
এরপর সদ্য সমাপ্ত কোপা আমেরিকায় অসাধারণ পারফর্ম করে ফের আলোচনায় আসেন এই তারকা ফুটবলার। দলকে ফাইনালে তোলার পথে একটি গোল ও ছয়টি অ্যাসিস্ট করেন তিনি। ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে কলম্বিয়ার হৃদয় ভাঙলেও হামেস জিতে নেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার।
কোপা আমেরিকার পর স্পেনে ফেরার ইচ্ছার কথা জানান তিনি। এরপর রায়োর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন। রায়ো ভায়েকানোর হয়ে খেলতে সৌদি আরবের বড় অঙ্কের প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছেন বলে জানা গেছে।
চলতি মৌসুমে ক্লাবের শতবর্ষ উদযাপন করছে রায়ো ভায়েকানো। ঐতিহাসিক এই মৌসুমের শুরুটাও দারুণ হয়েছে তাদের। লিগের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে পরের ম্যাচে গেতাফের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা।
আরও পাড়ুন: অবসরের বিষয়ে আগে কাউকে কিছু জানাবেন না রোনালদো
ক্লাবটির এমন স্মরণীয় মুহূর্তে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত হামেসও। তিনি বলেন, ‘রায়োর মতো একটি ঐতিহাসিক ক্লাবে যোগ দিতে পেরে আমি দারুণ অনুভব করছি। আমি সত্যিই এখানে ভালো কিছু করতে চাই। আমি যেখানেই যাই, এক ধরনের দায়িত্ব অনুভব করি।’
‘আমি জিততে পছন্দ করি। আর ক্লাবের এমন বিশেষ মৌসুমে তো অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব।’
আজ রাত দেড়টায় ঘরের মাঠে বার্সেলোনাকে আতিথ্য দেবে রায়ো ভায়েকানো।
৩ মাস আগে