যৌথ বাহিনীর অভিযান
টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক ৭২
গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকা জব্দের দাবি করেছে যৌথ বাহিনী। এ সময় সেখান থেকে ৭২ জনকে আটক করা হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে টঙ্গীর কেরানিরটেক বস্তিতে এ অভিযান চালায় র্যাব, পুলিশ ও সেনা সদস্যরা।
আটকদের মধ্যে ৫১ জন পুরুষ ও ২১ জন নারী। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: বেতনা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ কোকেন ও হিরোইন জব্দ
জানা গেছে, রবিবার দিবাগত রাত সাড়ে ৩টায় টঙ্গীর স্টেশন রোড এলাকার ওই বস্তিতে অভিযান চালিয়ে কয়েকটি ঘর থেকে মাদক দ্রব্য গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র, নগদ টাকা জব্দ করে যৌথ বাহিনী।
এছাড়াও টঙ্গীর হোটেল জাভান থেকে বিয়ার, ১১০০ লিটার দেশি-বিদেশি বিভিন্ন ব্যান্ডের মদ জব্দসহ ৮৪ জনকে আটক করা হয়েছে।
এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৫০০ সদস্য অংশ নেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বেনাপোল এক্সপ্রেস থেকে ১১ কোটি টাকার এলএসডি জব্দ
২ সপ্তাহ আগে
কক্সবাজারে দেশি-বিদেশি অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৮
কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে অবৈধ দেশি-বিদেশি অস্ত্র জব্দ করা হয়।
আরও পড়ুন: উদ্ধার হয়েছে লুট হওয়া ৩৮৮০ অস্ত্র
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সদরের পিএমখালীর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারা হলেন- কলিম উল্লাহ (৩৪), মো. খোরশেদ আলম (৩৭), মো. হাসান শরীফ লাদেন (২০), মো. শাহিন (২৩), মো. মিজান (২০), আব্দুল মালেক (৪৮), আব্দুল হাই (২৪) ও আব্দুল আজিজ (২৫)।
আরও পড়ুন: মোহাম্মদপুরে পরিত্যক্ত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
২ মাস আগে